shaving

Shaving: দাড়ি কামালেই গাল লাল? ব্লেড ঠিক করে ব্যবহার করছেন তো

দাড়ি কামানোর সময়ে কয়েকটি নিয়ম মাথায় রাখা উচিত। এই নিয়মগুলি মেনে চললে কমবে ত্বকের সমস্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৬:৩৯
Share:

দাড়ি কামালেই ত্বক লাল? ব্লেডের কারণে নয় তো? ছবি: সংগৃহীত

দাড়ি কামানোর পরে অনেকেরই ত্বক লাল হয়ে যায়। নানা ধরনের প্রদাহ হয়। এর কারণ ত্বকের সমস্যা নয়, দাড়ি কামানোর পদ্ধতিগত ভুলও হতে পারে।

দাড়ি কামানোর সময়ে কয়েকটি নিয়ম মাথায় রাখা উচিত। এই নিয়মগুলি মেনে চললে কমবে ত্বকের সমস্যা। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

এক ব্লেডে কত বার: এক ব্লেডে চার থেকে পাঁচ বারের বেশি দাড়া কামানো উচিত নয়। তাতে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।

Advertisement

কোন অভিমুখে: ব্লেড বা রেজর কোন দিকে টানছেন, তার উপরও নির্ভর করে ত্বক কেমন থাকবে। যে অভিমুখে দাড়ি বাড়ে, সেই অভিমুকে ব্লেড বা রেজর টানুন।

ধুতে থাকুন: এক বার করে ব্লেড বা রেজর টানার পরে সেটি ধুয়ে নিন। তাতে দাড়ি ভাল ভাবে কামানো হবে।

শুকনো জায়গায় রাখুন: নানা ধরনের সংক্রমণ আটকানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দাড়ি কামানোর রেজর বা ব্লেড ব্যবহার করার পরে যে কোনও জায়গায় রাখবেন না। প্রথমে এটি ভাল করে মুছে নিন। যেন কোনও জল না থাকে এতে। তার পরে এটি শুকনো জায়গায় রাখুন। তাতে এর মধ্যে ব্যাকটিরিয়ার বাসা হবে না। ফলে ত্বকের সংক্রমণের আশঙ্কা কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement