kiss

Kissing: চুম্বনের বিশেষত্ব কী? কেন ঠোঁটে-ঠোঁটে ব্যারিকেড

চুম্বনের মাধ্যমে ঠিক কী অনুভূতি বিনিময় হয়, তা জেনে নেওয়া যাক। তার থেকেই বোঝা যাবে, কেন চুম্বন এত জনপ্রিয় হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৫:২১
Share:

প্রতীকী ছবি।

চুম্বন নিয়ে কত কবিতা, গান, ছবি। কত আলোচনা। কেন? কী এমন আছে এর মধ্যে?
যে কোনও প্রিয় জনের সঙ্গে যোগাযোগ স্থাপনের সবচেয়ে সুন্দর উপায় বলে পরিচিত চুম্বন। প্রকাশ্যে কারও প্রতি ভালবাসা দেখানোরও প্রচলিত উপায় এটি। তবে চুম্বনের মাধ্যমে ঠিক কী অনুভূতি বিনিময় হয়, তা জেনে নেওয়া যাক। তার থেকেই বোঝা যাবে, কেন চুম্বন এত জনপ্রিয় হল।

Advertisement

প্রতীকী ছবি।

চুম্বনের সঙ্গে পরিচয় ঘটে জন্মের পরেই। স্তন্যপানের সময় থেকেই চুম্বন পক্রিয়া চিনে নেয় শিশু। তার মাধ্যমে মায়ের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপন হয়। অন্যান্য প্রাণীদের মধ্যে মুখে করে খাবার এনে সন্তানকে খাওয়ানোর চল রয়েছে। এ ভাবেই ছোট থেকে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে কাছে আসা শুরু। ঠোঁট হল শরীরের সবচেয়ে অনুভূতিশীল অঙ্গের মধ্যে একটি। তার স্পর্শে ভালবাসা, ভাল লাগা প্রকাশ পায় সহজে।

ঠোঁট হল এমন একটি অঙ্গ, যা অধিকাংশ ক্ষেত্রেই পোশাক দিয়ে ঢাকা থাকে না। কিন্তু প্রকাশ্যে ঠোঁট ছুঁইয়ে একটি চুম্বন দু’টি মানুষকে অনেক কাছে আনতে পারে। একে অপরের ঘ্রাণ নেওয়া থেকে শুরু করে উষ্ণতা বিনিময়, সবের সুযোগ দেয় চুম্বন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement