‘কোভিড বাহু’ সমস্যায় ফেলছে অনেককে। ছবি: সংগৃহীত
হালে পরিচিতি পেয়েছে ‘কোভিড বাহু’ কথাটি। ইংরেজিতে নাম ‘কোভিড আর্ম’। অনেকেই ভুগছেন এই সমস্যায়। কিন্তু বিষয়টি আসলে কী?
কোভিডের টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই অনেকেরই বাহুতে নানা ধরনের অ্যালার্জির মতো সমস্যা দেখা দিয়েছে। তবে সব টিকায় একই রকমের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। কোনওটায় বেশি, কোনওটায় কমও হচ্ছে। টিকা নেওয়া বাহুতে এই পার্শ্বপ্রতিক্রিয়াকেই বলা হচ্ছে ‘কোভিড বাহু’।
কী থেকে বোঝা যায়: এই সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের টিকা নেওয়া বাহুটির ত্বক লাল হয়ে যেতে পারে, প্রদাহ হতে পারে, টিকা নেওয়ার ৮ থেকে ১০ দিনের মাথায় বাহুর ত্বক শুকিয়ে নানা ধরনের সমস্যা হতে পারে।
কতটা ভয়ের: চিকিৎসকরা বলছেন, টিকা নেওয়ার পরে শরীরের রোগ প্রতিরোধ শক্তিতে পরিবর্তন আসে। তারই প্রতিক্রিয়া এগুলি। আপাত ভাবে খুব ভয়ের নয়। কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন তাঁরা।
কাদের ঝুঁকি বেশি: আমেরিকায় চালানো এক সমীক্ষায় দেখা গিয়েছে, এক এক কোম্পানির টিকায় আলাদা ধরনের ‘কোভিড বাহু’ হচ্ছে। তবে তুলনামূলক ভাবে মহিলারা এতে বেশি ভুগছেন। কেন মহিলারা বেশি ভুগছেন, সে সম্পর্কে এখনও পরিষ্কার ধারণা দিতে পারেননি বিজ্ঞানীরা।