রসুন মাখলেই কমে যাবে ব্রণ! এমন টোটকা কতটা কাজে লাগে? ছবি:আনন্দবাজার ডট কম
বিয়েবাড়ির আগের দিন হঠাৎ করে গালে দুটো ব্রণ দেখলে কার না মাথাগরম হয়? এ সমস্যার সমাধান খুঁজতে গিয়ে জানতে পারলেন, রসুন মাখলে ব্রণ কমে। এ তো আর মুখের কথা নয়! যুক্তিও দেখানো হয়েছে। মেখেও ফেললেন। তার পর?
সমাজমাধ্যম জুড়ে নানা সমস্যার এমন অনেক টোটকাই রয়েছে। কেউ বলেন, এটা মাখলে কাজ হবে, কেউ বলেন ওটা। কিন্তু না জেনে, না বুঝে পরীক্ষানিরীক্ষা চালাতে গেলে কোন ধরনের সমস্যা হতে পারে, বলছেন ত্বকের রোগের চিকিৎসক আঁচল পন্থ। সমাজমাধ্যমে তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে এ নিয়ে সতর্ক করে আঁচল বলছেন, ব্রণের উপর রসুন ঘষলে জ্বালা যেমন বাড়তে পারে, তেমন মুখে দাগও হতে পারে।
রসুনের পুষ্টিগুণ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ব্রণের উপরে তা লাগানো মোটেই কাজের কথা নয়। আঁচলের কথায়, রাতারাতি ব্রণ কমাতে গিয়ে, ত্বকের সমস্যার সমাধান করতে গিয়ে নানা রকম টোটকা ব্যবহার করছেন অনেকেই। যার ফল ভাল না-ও হতে পারে।
চিকিৎসকের কথায়, রসুনে প্রদাহনাশক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে, যা ব্যাক্টেরিয়ার বৃদ্ধি আটকাতে সাহায্য করে। তবে রসুন ত্বকে ঘষলে, বিশেষত ব্রণের উপর, মুখে জ্বালা করতে পারে। প্রদাহ হয়ে মুখে কালো ছোপ হয়ে যেতে পারে তা থেকে। ব্রণ হলে এমন কাজ ভুলেও করা উচিত নয়।
তা হলে উপায়? চিকিৎসক বলছেন, ব্রণ কমাতে চাইলে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত সিরাম ব্যবহার করা যেতে পারে। যে অংশে ব্রণ হয়েছে সেখানে এটি লাগিয়ে সারা রাত রাখতে হবে। এই পদ্ধতি সব সময়ের জন্য নয়। হঠাৎ করে তৈরি হওয়া ব্রণ দ্রুত কমাতে এমন পন্থা অবলম্বন করা যেতে পারে। গালে বা মুখে ব্রণ হয়ে থাকলে, জ্বালা করলে ব্যবহার করা যেতে পারে হাইড্রোকোলয়েড প্যাচ। এতে এক রাতের মধ্যে ব্রণ কিছুটা বসে যায়।