মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বেশে বদল এল নাকি?
আসন্ন নির্বাচনের জন্য নিজের দলের প্রার্থী তালিকা ঘোষণা করতে যেন শুক্রবার একটু অন্য রূপে দেখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচিত সাদা শাড়ির উপরে সবুজের ছোঁয়া খানিকটা বেশি। খেয়াল করলে দেখা যাবে, রোজের পাটভাঙা ভাব নেই মুখ্যমন্ত্রীর শাড়িতে। দলনেত্রী মমতা আজ ব্যস্ততার ফাঁকে অন্য ভাবে জড়িয়েছিলেন শাড়ি। আর তাতেই আঁচলের সবুজ নকশা অনেকটা দেখতে পাওয়া গেল। কিছুটা অন্য রকম দেখাল মমতাকে। অনেকেই ভাবলেন, ভোটের আগে নতুন ধরনের শাড়ি পরতে শুরু করলেন তিনি। কারণ একটাই, শাড়ির গায়ে সবুজের আধিক্য। এ ভাবে তো দেখা যায় না তাঁকে। মমতা মানেই তো সরু পেড়ে সাদা খোলের শাড়ি। আজও।
২০১১-এ ক্ষমতায় আসার পরে মমতার পরিচিত শাড়িতে কিছু পরিবর্তন নজরে পড়েছিল অনেকেরই। তাঁর সরু পেড়ে শাড়ির বেশে মাঝেমাঝে সাজ বদলের ইঙ্গিত মিলতে থাকে। কখনও সামান্য চওড়া হয় পাড়। কোনও কোনও দিন হাল্কা নকশাও দেখা গিয়েছে সাদা খোলের শাড়ির নীল বা কালো পাড়ে। তবে দলীয় সমাবেশ হোক বা অন্য কোনও কাজ, মুখ্যমন্ত্রী মমতাকে পাটভাঙা শাড়িতেই দেখে অভ্যস্ত এখন রাজ্য।
এ দিন ভোটের ব্যস্ততা প্রকাশ পেল তাঁর শাড়ির ভাঁজে। খানিকটা অন্য ভাবে জড়ানো শাড়িটি। পাটভাঙা ভাবটা নেই। বাংলাকে এক নম্বর রাজ্যে পরিবর্তন করার ডাক দেয়ার আগেই বেশ বদল করলেন কি না মমতা, সেই আলোচনাও ঘুরপাক খাচ্ছে এখন।