Bihar

মুমূর্ষু মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে হাসপাতালেই বিয়ে মেয়ের! দু’ঘণ্টা পরেই মারা গেলেন মা

এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-র সামনে। মায়ের পছন্দ করা ছেলের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৩:৫১
Share:

মায়ের পছন্দ করা ছেলের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন বিহারের তরুণী। ছবি: সংগৃহীত।

গুরুতর অসুস্থ মায়ের শেষ ইচ্ছে মেয়ের বিয়ে দেখা! মায়ের ইচ্ছাপূরণ করলেন মেয়ে। হাসপাতালেই সারলেন বিয়ে। মেয়ের বিয়ে দেখার দু’ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা! এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-র সামনে। মায়ের পছন্দ করা ছেলের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তরুণী। এই বিয়ে নিয়ে সারা বিহার জুড়ে চলছে জোর চর্চা!

Advertisement

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লালন কুমারের স্ত্রী পুনম কুমারী বর্মা। চিকিৎসকরা পরিবারকে জানিয়ে দিয়েছিলেন তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক। যে কোনও মুহূর্তে অঘটন করতে ঘটতে পারে। সেই অবস্থাতেই পুনম পরিবারকে জানিয়েছিলেন, মৃত্যুর আগে তিনি মেয়ে চাঁদনীর বিয়ে দেখে যেতে চান। ২৬ ডিসেম্বর চাঁদনীর সঙ্গে সালেমপুরের বাসিন্দা সুমিতের আশীর্বাদ হওয়ার কথা ছিল।

পুনমের শেষ ইচ্ছের কথা সুমিতের পরিবারকে জানানো হয়। দুই পরিবারের সম্মতিতে হাসপাতালেই বসে বিয়ের আসর। কোনও আড়ম্বর ছাডাই অল্প কয়েক জন মানুষের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

Advertisement

সংবাদমাধ্যমকে চাঁদনী বলেন, “তাঁর মা একজন নার্স ছিলেন। করোনা আক্রান্ত রোগীদের দিনরাত সেবা করেছিলেন তিনি। তবে করোনা আসার পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর হার্টের রোগ ধরা পড়ে করোনার পরবর্তী সময়।” বিয়ে শেষ হওয়ার দু’ঘণ্টা পরেই মৃত্যু হয় পুনমের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement