Mobile hacks

বছর খানেকের মধ্যেই নতুন ফোনের ব্যাটারি গোলমাল করছে? ৭টি ভুল করছেন না তো?

ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। দিনের বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোজা থাকে। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভাল নয়। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৮:৫১
Share:

ফোনে চার্জ দেওয়ার সময় কোন ভুল এড়িয়ে চলবেন? ছবি: সংগৃহীত।

মোবাইল ছাড়া এখন আমরা একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। সকালের অ্যালার্ম থেকে ফিটনেস ট্র্যাকিং, মেসেজ থেকে মেল, সব কিছুই এখন মুঠোফোনে বন্দি। মোবাইলে চার্জ পুরো আছে কি না, তা নিয়ে সব সময়েই অনেকে ভীষণ উদ্বিগ্ন থাকেন। ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। দিনের বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোজা থাকে। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভাল নয়। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।

Advertisement

মোবাইল ফোন ১ বছরেই বিগড়ে যায়। জেনে নিন দীর্ঘ দিন ব্যাটারি ভাল রাখার উপায়।

১) মোবাইলে ২০ শতাংশ চার্জ থাকলে তবেই ফোন চার্জে বসান।

Advertisement

২) ৮০ শতাংশ চার্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জার খুলে নিন।

৩) সারা রাত মোবাইল ফোনে চার্জার গুঁজে রাখবেন না।

৪) মোবাইল ফোন গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারের প্লাগটি বন্ধ করুন।

৫) নতুন ফোন বার বার চার্জে বসাবেন না, এতে ব্যাটারির ক্ষতি হবে।

৬) ব্যাটারির খরচ কম করতে স্ক্রিনের ব্রাইটনেট সব সময়ে কমিয়ে রাখুন।

৭) চার্জ করার সময়ে ফোনে কোনও রকম অ্যাপ ব্যবহার করা, গেম খেলা উচিত নয়। এতে ব্যাটারি বিগড়ে যায়। চার্জ হয়ে গেলে তবেই ফোন ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement