প্রতীকী ছবি।
ঘর পরিচ্ছন্ন রাখলে মন ভাল থাকে। এ কথা আজকের নয়।
কিন্তু অনেক গুছিয়েও যখন পরিষ্কার দেখায় না ঘর? তখন কেমন থাকে মন? তার কী প্রভাব পড়ে সকলের উপরে?
অনেকেই বলবেন এমনটা হয় না। কিন্তু যাঁরা সংসার সামলান, তাঁরা জানেন। দিনভর খাটাখাটনির পরেও সেই একই রকম দেখায় অনেক ঘর। অন্তত বহু কোণ।
তবে এই সমস্যার সমাধান আছে। খেয়াল রাখতে হবে কী কারণে অনেক পরিষ্কার করলেও গোছানো মনে হয় না ঘর। সেই কাজগুলি না করলেই দেখা যাবে, অনেক কম খাটনিতেই ঘরের শোভা ফিরেছে।
প্রতীকী ছবি।
১) খাটের উপরে কিংবা সোফায় জামা-কাপড় রেখে দেওয়ার অভ্যাস থাকে অনেকের। কিন্তু কাচা জামাও খাটের উপরে থাকলে দেখতে ভাল লাগে না। ঘরের আশপাশ যতই সুন্দর ভাবে সাজানো থাক না কেন, সে ঘরটি অপরিচ্ছন্নই দেখাবে।
২) খাওয়ার টেবিলের উপরে নানা ধরনের জিনিস জমানোর প্রবণতাও থাকে বহু বাড়িতে। জ্যামের বোতল থেকে প্রয়োজনীয় ওষুধ— ছোট-বড় জিনিসে ভরে থাকে সেই জায়গাটি। সে টেবিল যতই সাবান দিয়ে মুছে পরিষ্কার করা হোক না কেন, কখনও ঘরটি সুন্দর দেখায় না।
৩) আলমারির মাথায় ফাইল রাখেন? অনেকেই রাখে। সঙ্গে বাদ্যযন্ত্র, পুরনো ছাতাও জমানো থাকে। তার পরে ভুলেই যান সেই জায়গাটি পরিষ্কার করতে। বাকি ঘর যত বার সাফ করা হোক না কেন, এর জেরে সব সময়েই অস্বস্তিকর থাকে সেই ঘরে পরিবেশ।
ঘর গোছানোর সময়ে এই বিষয়গুলি মনে রাখলে কাজ করা সহজ হবে।