দরজা না ভেঙেই দুষ্কৃতীরা চুরি করল আইফোন। প্রতীকী ছবি।
বৃহস্পতিবার গভীর রাতে ‘অ্যাপল’ সংস্থার একটি দোকান থেকে ৪ কোটি টাকার আইফোন চুরি করে পালাল দুষ্কৃতীরা। আমেরিকার ওয়াশিংটনের একটি শপিং মলে ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য।
আগের রাতে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, তা প্রথমে বুঝতেই পারেননি দোকানের কর্মীরা। বাইরে থেকে দোকানটি দেখে তা বোঝার উপায় ছিল না। কারণ দোকানের কাচের দরজায় থাকা তালা ভাঙা হয়নি। দোকানের ভিতরে গিয়ে এক কর্মী প্রথম বুঝতে পারেন বিষয়টি। তিনিই খবর দেন পুলিশে।
তালা না ভেঙেই কী ভাবে দুষ্কৃতীরা দোকানের ভিতর ঢুকল, তা ভাবাচ্ছিল পুলিশকে। তার পর পুলিশের চোখে পড়ে দোকানের মেঝের দিকে। সেখানে কিছুটা অংশ খোঁড়া ছিল। তার পরেই উঠে আসে মূল ঘটনা। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান পুলিশকর্মীরা।
শপিং মলটিতে আইফোনের দোকানের পাশেই একটি ক্যাফে রয়েছে। দুষ্কৃতীরা দরজা ভেঙে প্রথমে সেই ক্যাফের ভিতরে ঢোকে। তার পর ক্যাফের মেঝে খুঁড়ে সুড়ঙ্গপথ তৈরি করে। সেই পথ ধরেই পাশের আইফোনের দোকানে প্রবেশ করে তারা। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ কোটি টাকার ফোন চুরি হয়েছে। আপাতত দুষ্কৃতীদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।