Travel Tips

বেড়াতে যাওয়ার আগে জেনে নিন কোন রাজ্যে কোভিড-নেগেটিভ রিপোর্ট লাগবে

পরীক্ষা করাতে হবে যাত্রার ৭২ ঘণ্টা আগে। তাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার আগেই সেগুলো জেনে নিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১২:৫৪
Share:

কোভিড পরীক্ষার নেগেটিভ ফল ছাড়া ঢুকতে পারবেন না কোন কোন রাজ্যে? ছবি: সংগৃহীত

গরমের হাত থেকে বাঁচতে লাদাখ যাবেন ভাবছেন। কোভিড-পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। বেশ কিছু রাজ্যে এখন নিয়ম, নেগেটিভ আর-টি পিসিআর রিপোর্ট না থাকলে প্রবেশ করা যাবে না। এবং পরীক্ষা করাতে হবে যাত্রার ৭২ ঘণ্টা আগে। তাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার আগেই সেগুলো জেনে নিন।

Advertisement

মহারাষ্ট্র: মুম্বই, পুণে, নাগপুর— সব জায়গাতেই বাড়ছে সংক্রমণের হার। মুম্বইয়ে ১৫ দিনের জন্য রাত ৮টা থেকে সব কিছু বন্ধ। তাই যাঁরা খন্ডালা বা মহাবালেশ্বর যাওয়ার কথা ভাবছেন, তাঁরা সে ভাবে প্রস্তুতি নেবেন।

লাদাখ, মেঘালয়, মিজোরম, ত্রিপুরা: যে কোনও রাজ্য থেকে গেলেই নেগেটিভ রিপোর্ট লাগবে। বিমানে যান, বা গাড়িতে, নিয়ম একই।

Advertisement

উত্তরাখণ্ড: হরিদ্বারে ঘোষণা করা হয়েছে, এ বছর কুম্ভমেলায় যেতে হলে নেগেটিভ রিপোর্ট নিয়ে দেখাতে হবে। হরিদ্বার ছাড়াও এ রাজ্যে অন্য কোনও জায়গায় যেতে হলে একই নিয়ম।

মণিপুর: কেরল এবং মহারাষ্ট্র থেকে যাঁরা মণিপুরে যাবেন, তাঁদের কোভিড পরীক্ষা করিয়েই যেতে হবে।

রাজস্থান: যে কোনও রাজ্য থেকে রাজস্থান যেতে গেলে নেগেটিভ রিপোর্ট লাগবে। বিভিন্ন জেলায় প্রয়োজন অনুযায়ী রাতে কার্ফু থাকতে পারে।

জম্মু কাশ্মীর: যাত্রার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করাতে হবে।

কর্ণাটক: বাসে গেলে কোভিড-রিপোর্ট দেখাতে হবে টিকিট কাটার সময়। বিমানে ওঠার আগেই রিপোর্ট যাচাই করে দেখা হবে। ট্রেনে গেলে টিটি টিকিটের সঙ্গে রিপোর্টও দেখতে চাইবেন। বেঙ্গালুরুতে চলছে রাত-কার্ফুও।

ছত্তিশগড়: মহারাষ্ট্র বা দিল্লি থেকে এ রাজ্য গেলে কোভিড-রিপোর্ট দেখানো আবশ্যিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement