প্রতীকী ছবি।
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচাতে কালো চশমা পরাটা জরুরি।কিন্তু এই কালো চশমারও রকম ফের আছে।নানা মানের কাচ তো বটেই, গত কয়েক বছর ধরে বেড়েছে পোলারাইজড কালো চশমার ব্যবহার। সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকাতে এই লেন্স প্রায় ১০০ শতাংশ সক্ষম। তবে এই লেন্স ব্যবহার করার কিছু সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে।
পোলারাইজ কালো চশমাব্যবহার করার সুবিধা
১) পোলারাইজড কালো চশমার লেন্স চোখকে অনেক বেশি আরাম দেয়। রোদের ঝলকানি থাকলেও এই লেন্স পরলে সামনের জিনিস স্পষ্ট দেখা যায়।
২) পোলারাইজকালো চশমার লেন্স দিয়েই জলের নীচের অংশও পরিষ্কার ভাবে দেখা যায়।
৩) সানগ্লাস পরলে বাইরের সব রং একটু অন্যরকম লাগে? কিন্তু পোলারইজড সানগ্লাস পরলে সব রং ঠিকভাবে দেখা যায়।
প্রতীকী ছবি
পোলারাইজ কালো চশমা ব্যবহার করার অসুবিধা
১)পোলারাইজড কালো চশমা পরে থাকলে এলসিডি স্ক্রিন দেখতে একটু অসুবিধে হতে পারে।
২) এটিএম-এ টাকা তোলার সময় চোখে এই কালো চশমা থাকলে যন্ত্র ব্যবহার করতে সমস্যা হয়।
৩) বিমানচালকদের এই কালো চশমা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
৪) পোলারাইজড কালো চশমা অন্যান্য কালো চশমার চেয়ে একটু বেশিই দামি। তাই কেনাটাও একটু অসুবিধার।