Technology Tips

Tech Tips: আপনার পরিচয়পত্র ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর চালু নেই তো? জানবেন কী ভাবে

এখন সিম কার্ড কিনতে গেলে আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হয়। কিন্তু আপনার নথি ব্যবহার করে আরও সিম কার্ড চালু নেই তো?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৪
Share:

আপনার পরিচয়পত্র ব্যবহার করে কি একাধিক ফোন নম্বর চালু রয়েছে? ছবি: সংগৃহীত

দোকানে সিম কার্ড কিনতে গিয়ে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে চলে এলেন। তার পরে আর সে নিয়ে চিন্তাই করলেন না। খুবই স্বাভাবিক। এ দিকে আপনার পরিচয়পত্র ব্যবহার করে কেউ ভুয়ো সিম কার্ড চালু করে দিল। আপনি হয়তো জানতেই পারলেন না, আপনার নামে নেওয়া সিম কার্ড কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কী করে জানবেন আপনার নামে এই রকম কোনও সিম কার্ড নেওয়া হয়েছে কি না?

আপনাকে সাহায্য করতে পারে সরকার। এই বিষয় নিয়ে হালে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

Advertisement

সেটির ওয়েব-ঠিকানা: tafcop.dgtelecom.gov.in। এখান থেকেই জানা যাবে আপনার পরিচয়পত্রে আর কোনও মোবাইল নম্বর চালু আছে কি না।

কী ভাবে ব্যবহার করবেন ওয়েবসাইটটি?

Advertisement

১) টেলিকম বিভাগের পোর্টাল tafcop.dgtelecom.gov.in–এ যান।

২) পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বরটি দিন।

৩) মোবাইল নম্বরটি দিলেই ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি এককালীন পাসওয়ার্ড (ওটিপি) আসবে।

৪) সেই পাসওয়ার্ড দিলেই আপনার নম্বরটি ভেরিফায়েড হয়ে যাবে।

৫) পোর্টালে এর পরে আপনার আইডি দিয়ে চালু থাকা মোবাইল নম্বরের তালিকা দেখা যাবে।

৬) এর মধ্যে কোনও ভুয়ো বা নকল সিম কার্ড থাকলে সেটাকে রিপোর্ট করুন।

৭) আপনার অভিযোগটি খতিয়ে দেখে টেলিকম সংস্থাটি সেই নম্বরটি ব্লক বা বন্ধ করে দেবে।

তবে এই পরিষেবা এখনও গোটা দেশে চালু হয়নি। প্রাথমিক ভাবে কয়েকটি রাজ্যে চালু রয়েছে। অদূর ভবিষ্যতে গোটা দেশেই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement