Skincare

Men’s Skin Care: রোজ কলার দেওয়া শার্ট পরে গলায় কালো ছোপ পড়ছে? পুরুষরা কী করে দাগ থেকে মুক্তি পাবেন

সামান্য কয়েকটি নিয়ম মেনে চললেই মুক্তি পাওয়া যায় গলার চারধারের কালো দাগ থেকে ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ১৮:১৭
Share:

প্রতীকি ছবি।

সারা দিন গলা বন্ধ জামা পরে থাকেন। গলা, ঘাড়ের চার পাশে ঘাম জমতে থাকে। তার জেরে মাঝেমাঝেই গলার চারপাশে কালো ছোপ, দাগ পড়ে যায়। ফলে অফিসে না যেতে হলেও কলার ছাড়া জামা পরতে পারেন না। সিনেমা হলেও সেই কলার দেওয়া শার্ট পরেই যেতে হয়। এমন সমস্যা বহু পুরুষের রয়েছে।

Advertisement

কিন্তু দিনের পর দিন কি এই সমস্যা মেনে নেওয়া যায়? না কি একটু বদলে ফেলা যেতে পারে নিজের রূপচর্চার অভ্যাস, যাতে গলার চারধারের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যায়?

সামান্য কয়েকটি নিয়ম মেনে চললেই মুক্তি পাওয়া যায় এই কালো দাগ থেকে। নিয়মিত কী কী করতে হবে?

Advertisement

১) রোজ রাতে ঘুমের আগে অ্যালো ভেরা জেল মেখে নেওয়া যায় গলার চারপাশে। সকালে ঘুম থেকে উঠে মুখ, ঘাড়, গলা ধুয়ে ফেলুন। দিন কেয়েকেই এই দাগ-ছোপ থেকে মিলবে মুক্তি।

২) রোজ কাজে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। শুধু মুখে নয়, হাত এবং গলাতেও মাখবেন লোশন।

প্রতীকী ছবি

৩) দুধের ল্যাক্টিক অ্যাসিডও কম সময়ে মুক্তি দিতে পারে এই সব দাগ থেকে। শরীরের যে সব অংশে কালো দাগ পড়েছে, সেখানে দুধ মেখে নিন। তার পর ২০-৩০ মিনিট সে ভাবেই রেখে দিন। দুধ শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement