মহিলার পোশাক ঘিরে ফের বিতর্ক।
‘যৌন প্ররোচনামূলক’ পোশাক পরেছিলেন অভিযোগকারিণী, শ্লীলতাহানি মামলায় অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করল কেরলের একটি কোর্ট। যৌন হেনস্থা মামলায় লেখক ও সামাজিক কর্মী সিভিক চন্দ্রনকে আগাম জামিন দেওয়ার সময়ে এমনই মত প্রকাশ করল আদালত।
৭৪ বছর বয়সি অভিযুক্তের তরফে জামিনের আর্জির সঙ্গে অভিযোগকারীর কিছু ছবিও আদালতের সামনে পেশ করা হয়েছিল। সে সব ছবি দেখে আদালতের বক্তব্য, ‘অভিযুক্তের পেশ করা ছবিতে অভিযোগকারিণীকে যে খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে তা যৌন প্ররোচনামূলক। এ ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে ৩৫৪ এ ধারায় মামলা দাঁড়ায় না।’
আদালত এ-ও মনে করেছে যে, অভিযুক্ত শারীরিক ভাবে অক্ষম, তাই তাঁর পক্ষে অভিযোগকারিণীকে টেনে কোলে বসিয়ে তাঁর শ্লীলতাহানি করা সম্ভব নয়। অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই মামলা করেছেন অভিযোগকারিণী, এমনটাই মনে করছে আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ ধারায় যৌন নিগ্রহ ও সেই সংক্রান্ত শাস্তির বিষয় নিয়ে মামলা দায়ের করা হয়।