Marriag

Marriages in Winter: বিয়ের পরিকল্পনা করছেন? শীতকালই হতে পারে উপযুক্ত সময়

বিয়ের আয়োজন করা মানে এক বিশাল ঝক্কি। শীতকালে বিয়ে করলে কী কী বাড়তি সুবিধা পাওয়া যায়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ২০:১৯
Share:

বিয়ে মানেই এক বিশাল যজ্ঞ। ছবি: সংগৃহীত

গরমকালের তুলনায় শীতকালে বিয়ের আয়োজন করাতে আগ্রহী অধিকাংশ মানুষ। তা ছাড়া শীতের সময়ে একটা বড় বার্ষিক ছুটি পাওয়া যায়। ফলে এই সময়ে কোনও আনন্দ উৎসব হলে দূর দূরান্তে যত আত্মীয়স্বজন থাকেন সকলে একসঙ্গে মিলিত হতে পারেন। বিয়ে মানেই এক বিশাল যজ্ঞ। বিয়ের মতো এই বিপুল আয়োজন করতে লোকবলও লাগে প্রচুর। ফলে শীতের সময়ে বিয়ে করার সুবিধাজনক দিক অনেকগুলি।

শীতকালে বিয়ে করার আর কী কী সুবিধা আছে?

Advertisement

বিয়েতে কনের সাজগোজ আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকে। ছবি: সংগৃহীত

১) বিয়ের মেকআপ থেকে শুরু করে বিয়ের ভুরিভোজ— শীতকালে সবটাই ভীষণ স্বস্তিদায়ক।

২) বিয়েতে কনের সাজগোজ আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকে। কনে কী বেনারসী পরেছেন, কেমন রূপটান করেছেন, সবটাই অত্যন্ত কৌতূহলের একটি বিষয়। অনেক সময় বিয়ের লগ্ন অনেক রাতে থাকে। ফলে কনের সাজগোজ ঠিক থাকা জরুরি। গরমের তুলনা শীতে রূপটান দীর্ঘস্থায়ী হয়।

Advertisement

৩) বিয়ে মানেই জমিয়ে খাওয়া দাওয়া। ভুরিভোজ। তেল-ঝাল-মশলাদার খাবার। গরমকালে এই সব খাবার শরীরে বেশি প্রভাব ফেলে। শীতকালে বিয়ে করলে এ ধরনের খাবার খাওয়া যায় নিশ্চিন্তে।

৪) শীতকালে বিয়ে করলে বিদ্যুতের খরচে খানিক সাশ্রয় হয়। শীতকালে ফ্যান বা এসির ঝামেলা থাকে না। তাছাড়া অতিরিক্ত খাবার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কম।

৫) গাঁদা, ডালিয়া, গোলাপ ইত্যাদি শীতকালে নানা রকম ফুল পাওয়া যায়। ফলে ফুলের খরচও একটু কমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement