Relationship Tips

বিয়ের আগে হবু বরকে কোন কথাগুলি না বললে ভুল করবেন

বিয়ের দিন বিয়ের মতো এত বড় দায়িত্ব নেওয়ার আগে কোথাও যেন একটা অজানা ভয় ছেলেদের মনে। সেই দিন তাঁদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিতে হবে হবু স্ত্রীকেই। ভাবছেন কী ভাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৭
Share:

দুই পরিবারের সম্মতিতে স্বল্প পরিচিত দুই ব্যক্তিও বাঁধা পড়েন বিয়ের সম্পর্কে। ছবি-প্রতীকী

বিবাহ দু’জন মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। ভালবাসার সম্পর্কে একটি সামাজিক সিলমোহর পড়ে। একে অপরকে ভালবেসে, একসঙ্গে থাকতে চেয়ে দু’জন মানুষ বিয়ের সিদ্ধান্ত নেন। আবার দুই পরিবারের সম্মতিতে স্বল্প পরিচিত দুই ব্যক্তিও বাঁধা পড়েন বিয়ের সম্পর্কে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিয়ের দিন বিয়ের মতো এত বড় দায়িত্ব নেওয়ার আগে কোথাও যেন একটা অজানা ভয় ছেলেদের মনে। বিয়ের দিন তাঁদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিতে হবে হবু স্ত্রীকেই। জেনে নিন কী বললে বিয়ের দিন নিশ্চিন্ত বোধ করেন ছেলেরা।

Advertisement

সম্পর্কে কোনও বিষয় নিয়ে ঝামেলা থাকলে বিয়ের আগেই তা মিটিয়ে নিন। ছবি-প্রতীকী

১) আপনি আপনার হবু বরকে সবচেয়ে বেশি ভরসা করেন, এই কথাটা তাঁর সামনে জাহির করতে হবে। তাঁর কোন কোন আচরণ আপনাকে তাঁর প্রতি আস্থাশীল করে তুলেছে, সেগুলি হবু বরকে খুলে বলুন। আপনার জীবনে সে কেন এতটা গুরুত্বপূর্ণ, সে সব কথা জানান বিয়ের আগেই।

২) সম্পর্কে কোনও বিষয় নিয়ে ঝামেলা থাকলে বিয়ের আগেই তা মিটিয়ে নিন। হবু বরকে আশ্বাস দিন, যে কোনও পরিস্থিতিতেই আপনি ওঁর সঙ্গ ছাড়বেন না। নিজেদের মধ্যে কোনও রকম রাগ-অভিমান পুষে রাখবেন না। নতুন জীবনের শুরুটা যেন উভয়ের জন্যই সুখের হয় সেই কথাটা মাথায় রাখুন।

Advertisement

৩) অতীতের কোনও ঘটনার প্রসঙ্গ তুলে এনে হবু বরকে বলতে পারেন ঠিক কোন কারণে আপনি ওঁর প্রেমে পড়েছিলেন। আপনার কোন খারাপ সময় তিনি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই কথা মনে করিয়ে দিন তাঁকে। নিজের প্রশংসা শুনলে সবারই আত্মবিশ্বাস বাড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement