Bizarre

২৬টি আঙুল নিয়ে রাজস্থানে জন্মেছে কন্যা! পরিবারের কাছে সে-ই এখন সাক্ষাৎ দেবী

২৬টি আঙুল নিয়ে জন্ম নেওয়ায় সদ্যোজাতকে ভগবানের অবতার বলে পুজো করছেন পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ভরতপুর শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৩
Share:

সদ্যোজাত নাকি দেবীর অবতার! ছবি: শাটারস্টক।

২০টি নয়, মোট ২৬টি আঙুল নিয়ে জন্ম নেওয়ায় ছোট্ট মেয়েটিকে ভগবানের অবতার বলে পুজো করছেন পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। মেয়েটি দু’ হাতে সাতটি করে আঙুল আর এবং দু’পায়ে মোট ছ’টি করে আঙুল নিয়ে জন্মেছে।

Advertisement

মেয়েটির পরিবারের সদস্যরা দাবি করেছেন, সে নাকি ঢোলাগড়ের দেবীর অবতার। ভরতপুরে এই দেবীর বেশ মান্যতা রয়েছে। তবে চিকিৎসকদের মতে, এই ঘটনাটি জিনগত ত্রুটি কিংবা অসঙ্গতির কারণে ঘটেছে। ২৬টি আঙুল থাকা অস্বাভাবিক কিছু নয়, তবে এই ঘটনা অত্যন্ত বিরল।

মেয়েটির মা সরজু দেবীর বয়স ২৫ বছর। অন্তঃসত্ত্বা অবস্থার ৮ মাসের মাথায় তাঁর প্রসববেদনা শুরু হয়। মেয়েটির বাবা গোপাল ভট্টাচার্য এক জন পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, ২৬টি আঙুল থাকার কারণে মেয়েটির কোনও শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই, সে একেবারে সুস্থ-সবল রয়েছে।

Advertisement

সদ্যোজাতের মামা তাকে দেবীর রূপেই দেখছেন। তিনি স‌ংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমার বোন যে শিশুকে জন্ম দিয়েছে সে আদতে ঢোলাগড়ের দেবীর অবতার। মা আমাদের ঘরে এসেছেন এটা আমাদের সৌভাগ্য। মাকে আমরা বরণ করে ঘরে তুলেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement