Bizarre

মেহন্দিতে আঁকা কিউআর কোড, স্ক্যান করলেই টাকা! রাখিতে বোনেরা এমন মেহন্দি পরবেন না কি?

রাখির ঠিক আগেই নেটমাধ্যমে রাখির উপহার নিয়ে একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। রাখিতে অনেক বোনই মেহন্দি পরেন। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রাখি উপলক্ষে কিউআর কোডের মেহন্দি পরেছেন এক বোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৩:২৫
Share:

রাখির আগেই ভাইরাল কিউআর কোডের মেহন্দি। —প্রতীকী ছবি।

রাখির উৎসবে মেতেছে দেশবাসী। এ বছর বুধবার আর বৃহস্পতিবার দু’দিন ধরেই রাখি উৎসব পালন করবে দেশবাসী। ভাইয়ের মঙ্গল কামনা করবেন বোনেরা, ভাইরা উপহার দেবেন আদরের বোনেদের। কোনও ভাই বোনকে পছন্দ অনুযায়ী শাড়ি, গয়না, ব্যাগ উপহার দেন। আবার অনেকে সেই উপহার কেনার ঝক্কি নিতে চান না, তাঁরা বোনেদের হাতে টাকা ধরিয়ে দেন। বোনেরা সেই টাকা দিয়ে পছন্দের উপহার নিজেরাই কিনে নেন। রাখির ঠিক আগেই নেটমাধ্যমে রাখির উপহার নিয়ে একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। রাখিতে অনেক বোনই মেহন্দি পরেন। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রাখি উপলক্ষ কিউআর কোডের মেহন্দি পরেছেন এক বোন।

Advertisement

ভিডিয়োটি ছড়িয়ে পড়া মাত্রই সেই নিয়ে হইচই শুরু হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে মোবাইলে বোনের হাতে কিউআর কোড স্ক্যান করতেই মোবাইলে খুলে গেল টাকা পাঠানোর অপশন। বিষয়টি বেশ মজার লেগেছে নেটাগরিকদের। মেহন্দিতে কিউআর কোডের ভাবনা দেখে অনেকেই বলেছেন, ‘একেই বোধ হয় বলে ডিজিটাল ইন্ডিয়া।’

বিয়েতেও এখন অনেক জায়গাতেই বর-কনের পাশে কিউআর কোড রাখার ব্যবস্থা করেন। অতিথিরা অনলাইনেই টাকা পাঠিয়ে দিতে পারেন বর-কনেকে। তা হলে রাখি উৎসবই বা বাকি থাকবে কেন? বোনেরা চাইলে রাখিতে এই রকম মেহন্দি পরে চমকে দিতেই পারেন তাঁদের ভাইদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement