Bizarre

‘প্রাক্তন প্রেমিকার নামে সন্তানের নাম রাখব’! স্বামীর এমন বায়না শুনে কী করলেন স্ত্রী?

প্রাক্তনকে মনে রাখার কৌশল, তার নামেই হবু সন্তানের নাম রাখার বায়না ধরলেন যুবক। বরের আজব বায়না শুনে কী করলেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৫:০০
Share:

প্রাক্তনকে মনে রাখার নয়া কৌশল যুবকের। ছবি: প্রতীকী।

প্রাক্তন প্রেমিকার নামেই রাখতে চান সন্তানের নাম, এমন দাবি তুলতেই সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়ালেন এক যুবক। সম্প্রতি সমাজমাধ্যমে ওই যুবকের পোস্ট শোরগোল ফেলে দিয়েছে। এক দল নেটিজ়েন যখন যুবকের এই মনোবাসনা শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন, অন্য দল এই কীর্তিতে বেজায় ক্ষুব্ধ।

Advertisement

সমাজমাধ্যমে একটি পোস্টে এক যুবক লেখেন, ‘‘বিয়ের আগে সেই মেয়ের সঙ্গে আমি ৬ বছরের সম্পর্কে ছিলাম, তাঁর আকস্মিক মৃত্যুতে আমি স্তম্ভিত হয়ে পড়ি। আমি ওকে সারা জীবন একই ভাবে মনে রাখতে চাই। তাই স্থির করি, মেয়ে হলে নাম প্রাক্তন প্রেমিকার নামেই রাখব। তবে আমার বৌকে এ কথা জানাতেই সে বেজায় রেগে গেল। আমার সঙ্গে অশান্তি শুরু করল সে। ন্যান্সি (প্রাক্তন প্রেমিকা) আমার জীবনে না থাকলেও আমার মনে সব সময় আলাদা জায়গা ছিল তাঁর। ওঁকে কোনও দিনও আমি ভুলতে পারিনি।’’

সমাজমাধ্যমে যুবকের পোস্ট ছড়িয়ে পড়া মাত্র হইচই শুরু হয়েছে। ছবি:প্রতীকী।

ন্যান্সির সঙ্গে বিচ্ছেদের দু’বছরের মাথায় মৃত্যু হয়ে তাঁর। ন্যান্সির মৃত্যুর দু’মাস পরে যুবকের এখনকার বৌয়ের সঙ্গে পরিচয় হয়। যুবক লেখেন, ‘‘ন্যানসি আমার প্রিয় বন্ধু ছিল। ওঁর মৃত্যু আমি এখনও মেনে নিতে পারি না। আমি মনে করেছিলাম, প্রিয় বন্ধুকে মনে রাখার এর চেয়ে ভাল উপায় আর কী হতে পারে। প্রেমিকার নামে মেয়ের নাম রাখার বিষয়টি আমার বৌ একেবারেই মেনে নিতে পারেনি। আমি বুঝতে পারছি না, ওর সমস্যাটা কোথায় হচ্ছে?’’

Advertisement

ব্যক্তির ওই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র হইচই শুরু হয়েছে। এক জন লিখেছেন, ‘‘বড় হয়ে সন্তান যদি জানতে পারে বাবার প্রাক্তনের নামে ওর নাম রাখা হয়েছে, তা হলে ওর মনের উপর কী প্রভাব পড়বে?’’ আর এক মহিলা লিখেছেন, ‘‘ন’মাস গর্ভে সন্তানধারণ করার পর যদি বরের প্রাক্তনের নামে ওর নাম রাখতে হয়, তা হলে আমার মরে যাওয়াই ভাল!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement