COVID 19

Coronavirus: অতিমারির সময়ে সঙ্কটের কথা শোনাবেন কি শিশুকে?

যে কোনও দিন সংক্রমিত হতে পারেন বাড়ির কেউও। পরিস্থিতি সম্পর্কে আন্দাজ থাকলে, নিজেকে সামলে নিতে সক্ষম হবে শিশুটিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৭:১৪
Share:

খারাপ পরিস্থিতির কথা বলবেন কি শিশুকে? ছবি: সংগৃহীত

বাড়ির শিশুটির বয়স যত কম‌‌ই হোক, অতিমারি নিয়ে ভুল বোঝানো নয়। পরিস্থিতি চিন্তার। বাইরের জগতে কী হচ্ছে, তা শুনে ভয় পেতেই পারে সে। তবে মিথ্যা বলে লাভ নেই। যে কোনও দিন সংক্রমিত হতে পারেন বাড়ির কেউও। পরিস্থিতি সম্পর্কে আন্দাজ থাকলে, নিজেকে সামলে নিতে সক্ষম হবে শিশুটিও।

Advertisement

তার চেয়েও বড় কথা হল, আগের মতো নেই চারপাশ। অনেক বেশি নিয়ম-বিধি মেনে চলতে হচ্ছে। বারবার হাত ধোয়া, মাস্ক পরা থেকে শুরু করে মাঠে খেলতে না যাওয়া। স্কুলের পড়া কম্পিউটারের সামনেই সেরে ফেলা। শৈশব কাটছে নানা চাপের মধ্যে। এমন সময়ে যদি এই পরিবর্তনের কারণও না জানে সে, তবে মানিয়ে নিতে অনেক বেশি মানসিক চাপ হবে তার।

এ সময়ে কী ভাবে শিশুর যত্ন নেবেন?

Advertisement
  • অবশ্যই অতিমারি নিয়ে কথা বলা জরুরি
  • মন ভাল রাখতে গল্প করা দরকার
  • ঘরেই একটু খেলার ব্যবস্থাও খুব প্রয়োজনীয়
  • শিশুর খাবার পুষ্টিকর হচ্ছে কি না, সে দিকেও বিশেষ নজর দেওয়া চাই

খেয়াল রাখা জরুরি যে, শিশুদের সঙ্গে বাইরের জগতের প্রধান যোগসূত্র হলেন তার বাবা-মা। তাঁরাই পারবেন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার মনের বিকাশ ঘটাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement