করোনার তৃতীয় ঢেউ শিশুদের জন্য বেশি বিপজ্জনক— সত্যিই কি তাই? শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ বলছেন, এই আশঙ্কা অবৈজ্ঞানিক। শিশুদের করোনা সংক্রমণের উপসর্গ কি বড়দের থেকে আলাদা? করোনা আক্রান্ত শিশুকে কখন হাসপাতালে ভর্তি করতে হবে, অথবা করোনা সংক্রমণ এড়াতে একটি শিশু কী কী নিয়ম মেনে চলবে— এই সব প্রসঙ্গ উঠে এসেছে চিকিৎসক অপূর্ব ঘোষের আলোচনায়। গর্ভাবস্থায় করোনা সংক্রমণ হলে কী করণীয়, অথবা করোনা সংক্রমণের পরবর্তী পর্যায়ে শিশুদের কোনও জটিল অসুখের আশঙ্কা আছে কি না, সে বিষয়েও এই পর্বে আলোকপাত করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ।