car

Monsoon Safety: বৃষ্টির মধ্যে জল ঠেলে গাড়ি চালাবেন? কোন বিষয়ে সতর্ক হওয়া জরুরি

হাঁটু জল ঠেলে কিছুটা পথ যেতেও লাগে অনেক সময়। তবে গাড়ি নিয়ে চলাফেরা করা আরও চিন্তার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৭:৫০
Share:

প্রতীকী ছবি।

বর্ষাকাল মানেই জল জমবে। এ শহরের পথে যাঁরা নিয়মিত চলাফেরা করেন, তাঁরা বোঝেন কত ধরনের সমস্যা হতে পারে এর জেরে। বছরের এই সময়ে হেঁটে যাতায়াত করা কঠিন। হাঁটু জল ঠেলে কিছুটা পথ যেতেও লাগে অনেক সময়। তবে গাড়ি নিয়ে চলাফেরা করা আরও চিন্তার। জল ঠেলে গাড়ি এগনোর ঝঞ্ঝাট অঢেল।
এ সময়ে গাড়ি নিয়ে বেরোতে হলে কিছু বিষয়ের দিকে ভাল ভাবে নজর রাখতে হবে। যাতে দুর্যোগের সময়ে কোনও বিপদ না ঘটে।

Advertisement

বৃষ্টির পরে জলে ডোবা রাস্তায় গাড়ি চালানোর আগে কোন দিকে খেয়াল রাখবেন?

প্রতীকী ছবি।

১) গাড়ির সব ক’টি চাকা ও ব্রেকের অবস্থা কেমন, দেখে নিন।

Advertisement

২) গাড়ির আলো ও ইন্ডিকেটর ঠিক ভাবে কাজ করছে কি না, তাও পরীক্ষা করে নেওয়া দরকার।

৩) দু’চাকার যানের ক্ষেত্রে অনেক সময়ে তার বেরিয়ে থাকে। জলের মধ্যে চলার আগে সে বিষয়ে সতর্ক হওয়া জরুরি।

৪) গাড়িতে জল ঢুকে গিয়ে অনেক সময়েই বিপত্তি ঘটে। ফলে কোন রাস্তায় জল কম, বেরোনোর আগে তা জেনে নেওয়া দরকার।

৫) দু’চাকা হোক বা চার চাকা, রাস্তার গর্তের বিষয়ে বিশেষ ভাবে সাবধান হতে হবে। জলে ভরা পথে সেই গর্তই সবচেয়ে সঙ্কটের কারণ হয়ে দাঁড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement