photos

Memories: ঘর ভর্তি পুরনো ছবি? যত্নে রাখবেন কী ভাবে

পুরনো ছবির মূল্য অঢেল। তা সামলে রাখার কয়েকটি উপায় বলা রইল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৬:৫৮
Share:

প্রতীকী ছবি।

পুরনো স্মৃতির মতো মূল্যবান আর কী বা হতে পারে? হারিয়ে যাওয়া সব দিনের কথা ছবির মতো ভাল ভাবে আর কী বা ধরে রাখতে পারে?

Advertisement

নেটমাধ্যমে ছবি জমানোর অভ্যাস হয়েছে এখন অল্পবিস্তর সকলেরই। কিন্তু এক বাক্স পুরনো দিনের ছবি এবং কয়েকটি অ্যালবাম এখনও অধিকাংশ বাড়িতেই রয়েছে। সময়ে-অসময়ে সে সব অ্যালবামের পাতা ওল্টানো হয়। ছবির বাক্স খুলে হাতরে মাঝেমধ্যে বার করা হয় সাদা-কালো স্মৃতিও। তখনই চোখে পড়ে এর কয়েকটি ঝাপসা দেখাচ্ছে। কোনও কোনও ছবির ধার দিয়ে ছিঁড়ে গিয়েছে। মন খারাপ হয় তখন। মনে হয়, আর বেশি দিন হয়তো আগলে রাখা যাবে না সে সব ছবি।

কিন্তু হারানো দিনগুলি বাক্সে বন্দি করে আগলে রাখার ইচ্ছা যে যায় না। তাই ছবিগুলির যত্ন নিতে হবে ভাল ভাবে। যাতে একটিও নষ্ট না হয়ে যায়।

Advertisement

প্রতীকী ছবি।

কী করবেন?

১) অ্যালবামে না রাখতে চাইলে, প্লাস্টিকের আলাদা আলাদা খাপের মধ্যে এক-একটি ছবি ভরে রাখা যায়।

২) অনেক সময়ে বাক্সে সব ছবি ভরে রাখলে একটির গায়ে আটকে যেতে পারে অন্যটি। তার থেকে কয়েকটি করে ছবি রেখে তার উপরে পাতলা একটি কাগজ রাখুন। এ ভাবে কাগজ দিয়ে ভাগ করে, স্তরে স্তরে জমিয়ে রাখুন ছবি।

৩) ছবির মাপ দেখে বাক্সটি ঠিক করুন। অনেক সময়ে বাক্সের মাপ একটু বড় না হলে, মুড়ে গিয়ে নষ্ট হতে পারে ছবির ধার।

৪) অতিরিক্ত ঠান্ডা বা গরম, দু’টিই ছবির ক্ষতি করতে পারে। ফলে এমন জায়গায় রাখুন যেখানে তাপমাত্রা থাকে স্বাভাবিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement