Priyanka Chopra’s Skincare Secret

মা, ঠাকুরমার দেওয়া টোটকাই প্রিয়ঙ্কার ভরসা! চুল থেকে ত্বক, সব সমস্যার সমাধান রয়েছে হেঁশেলে

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, তিনি নিজের ত্বক এবং চুলের যত্নে মা, ঠাকুমার দেওয়া ঘরোয়া টোটকার উপরে এখনও নির্ভর করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭
Share:

অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। ছবি: সংগৃহীত।

অভিনেতা-অভিনেত্রীদের রূপচর্চা মানেই তা বিরাট খরচসাপেক্ষ, এমন নয়। ঘরোয়া উপকরণ দিয়েও চুল, ত্বকের যত্ন নেওয়া সম্ভব। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, তিনি নিজের ত্বক এবং চুলের যত্নে মা, ঠাকুমার দেওয়া ঘরোয়া টোটকার উপরে এখনও নির্ভর করেন।

Advertisement

প্রিয়ঙ্কার মতো শীতকালে অনেকেরই মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। খুশকির সমস্যা বাড়ে। মুঠো মুঠো চুলও উঠতে শুরু করে। মাথার শুষ্ক ত্বকের জন্য প্রিয়ঙ্কার ঘরোয়া টোটকা হল, ইয়োগার্ট, মধু এবং ডিমের মিশ্রণে তৈরি ঘরোয়া প্যাক।

কী ভাবে তৈরি করবেন?

Advertisement

ছোট একটি পাত্রে এক টেবিল চামচ ইয়োগার্ট নিন। তার সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ মধু এবং একটি ডিম। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। মাথায় মেখে আধ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নিন।

বাতাসে আর্দ্রতার অভাব হলে শীতে ত্বকও খসখসে হয়ে যায়। অনেকের ত্বক থেকে ছাল ওঠে। ক্রিম, লোশন, বডি বাটার মেখে সাময়িক ভাবে ত্বক পেলব হলেও মৃত কোষের সমস্যা দূর হয় না। যাঁরা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদের জন্য প্রিয়ঙ্কা বাড়িতেই এক্সফোলিয়েটর তৈরি করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন।

বডি এক্সফোলিয়েটর তৈরি করতে কী কী লাগবে?

উপকরণ:

১ কাপ বেসন

১ টেবিল চামচ ইয়োগার্ট

আধ কাপ দুধ

১ টেবিল চামচ লেবুর রস

১ চা চামচ চন্দনের গুঁড়ো

এক চিমটে হলুদ

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে বেসন এবং টক দই ভাল করে মিশিয়ে নিন। তার পর ওই মিশ্রণের মধ্যে দিন লেবুর রস, দুধ, চন্দনের গুঁড়ো এবং হলুদ। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণ মেখে নিন। কিছু ক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে এলে হালকা হাতে মাসাজ করুন। তার পর স্নান করে নিন।

ঠোঁটের যত্নে

ফাটা, ছাল ওঠা কিংবা শুষ্ক ঠোঁট ঢাকতে লিপস্টিকের পরত চাপিয়ে দেন অনেকেই। তাতে কিন্তু আসল সমস্যার সমাধান হয় না। ঠোঁটে পেট্রোলিয়াম জেলি মাখলেও উপকার হয়। তবে ঠোঁটের উপর যে মৃত কোষ জমে, তা পরিষ্কার করতে হলে প্রিয়ঙ্কার দেওয়া টোটকা কাজে লাগতে পারে।

কী করতে হবে?

সৈন্ধব লবণ, গ্লিসারিন, গোলাপজল দিয়ে বানিয়ে ফেলুন ঠোঁটের স্ক্রাব। ঠোঁটে মেখে রাখুন বেশ কিছু ক্ষণ। তার পর হালকা হাতে মাসাজ করুন। খেয়াল রাখবেন, ঘষতে ঘষতে যাতে নুন গলে যায়। ওয়েট টিস্যু দিয়ে ঠোঁট মুছে নিন। শুষ্ক, ফাটা ঠোঁটের সমস্যা উধাও হবে নিমেষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement