Bizarre

নজর কাড়ল অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের কানের রোম, তার দৈর্ঘ্য কত জানেন?

কান থেকে বেরিয়ে রয়েছে লম্বা কেশগুচ্ছ। মেপে দেখলে রীতিমতো তাজ্জব লাগারই কথা। তা দিয়েই নজর কাড়লেন এক শিক্ষক।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ২০:১৪
Share:

সবচেয়ে লম্বা লোম। ছবি- সংগৃহীত

দেহের অবাঞ্ছিত রোম তুলতে নারী-পুরুষ নির্বিশেষে কত কিছুই না করেন। কিন্তু ভারতেরই অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক, তাঁর কানের লতির সবচেয়ে বড় রোমের ছবি দিয়ে চলে এসেছেন আলোচনার কেন্দ্রে।

Advertisement

স্থানীয় মানুষের কাছে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক ‘ইয়ার-হেয়ার মাস্টার’ নামেই পরিচিতি পেয়েছেন। তাঁর নাম অ্যান্টনি ভিক্টর। তাঁর কানের লতির বাইরের অংশ থেকে যে রোম বেরিয়েছে, তার দৈর্ঘ্য প্রায় ৭ ইঞ্চি। যদিও এই রোমের দৈর্ঘ্যের জন্য তাঁকে বিশেষ কোনও পরিচর্চা করতে হয়নি। শুধু দীর্ঘ দিন তিনি দুই কানের কোনও লোম কাটেননি। বিশেষ এই বৈশিষ্ট্যের জন্য অ্যান্টনি দেশের নানা জায়গা থেকে পুরষ্কারও পেয়েছেন।

যদিও এই ঘটনা প্রথম নয়। ২০০৩ সালে রাধাকান্ত বাজপেয়ী নামের এক ব্যক্তিও তাঁর এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য প্রচারের আলোয় এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement