Bizarre

ভালবাসায় প্রত্যাখাত হওয়ার মূল্য ২৪ কোটি! বান্ধবীর বিরুদ্ধে মামলা দায়ের যুবকের

হয় বান্ধবী হও, নয় মূল্য চোকাও। বান্ধবীর বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন এক ব্যক্তি, কিন্তু কেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৪
Share:

না ভালবাসার মূল্য কত? ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরের বাসিন্দা কে কওশিগন এবং নোরা ট্যানের সম্পর্ক ২০১৬ সাল থেকে। প্রথম দিকে বন্ধুত্ব থাকলেও পরে তা আরও গাঢ় হয়। সম্পর্কে উষ্ণতা বাড়লে চাহিদাও বাড়তে থাকে। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। ঘটনার গতিবিধি বুঝতে পেরে নোরা দূরত্ব বাড়াতে শুরু করে। সহ্য করতে না পেরে কওশিগন তাঁর বান্ধবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবং ক্ষতিপূরণ বাবদ ২৪ কোটি টাকা দেওয়ার দাবি জানান।

Advertisement

বন্ধুত্বের চেয়ে বেশি, অথচ ভালবাসা নয়। নোরার এমন বক্তব্যে স্তম্ভিত কওশিগন বলেন, “২০১৬ থেকে আমরা সম্পর্কে আছি। কিন্তু এখন হঠাৎ সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাওয়ার মানে আমি বুঝতে পারছি না। নোরার কাছে মাত্র দু’টি রাস্তা। হয় আমাদের সম্পর্ক স্বীকার করতে হবে, না হলে ক্ষতিপূরণ দিতে হবে।”

নোরার স্মৃতি ভুলতে অবসাদগ্রস্ত ওই ব্যক্তির মনোবিদের সাহায্য নিলেও ক্ষতিপূরণের কথা ভুতে পারেননি। তিনি বলেন, “এত দিন ধরে নোরার পিছনে যত সময় আর অর্থ ব্যয় করেছি, সে সব বাবদ এবং আমাকে মানসিক ভাবে বিপর্যস্ত করার জন্য তাঁকে এইটুকু সহ্য করতেই হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement