Fart

Bizarre: রোল খেয়ে ৫ বছর ধরে থামছে না বাতকর্ম! রেস্তরাঁর বিরুদ্ধে ২ কোটি টাকার মামলা গ্রাহকের

ব্রিটেনের এক বাসিন্দার দাবি, একটি রেস্তরাঁয় রোল খাওয়ার পর থেকেই বাতকর্মের বেগ আসছে তাঁর, ক্ষতিপূরণ চেয়ে মামলাও ঠুকলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১২:২০
Share:

বায়ুপ্রবাহের বিড়ম্বনা ছবি: সংগৃহীত

২০১৭ সালে বড়দিনে ঘুরতে বেরিয়ে, বার্মিংহামের ‘ক্রিসমাস মার্কেট’-এর একটি রেস্তরাঁয় রোল খেয়েছিলেন ব্রিটেনের ওয়াইল্টশায়ারের বাসিন্দা টাইরন প্রাডেসের। তখনও কি জানতেন, একটি রোলেই বদলে যাবে জীবন? ৪৬ বছরের টাইরনের দাবি, তার পর থেকেই ক্রমাগত বায়ুপ্রবাহের বেগ আসছে তাঁর। আর বিগত পাঁচ বছরে এক দিনও রেহাই পাননি তিনি।

Advertisement

গোটা বিষয়টির বিহিত চেয়ে এ বার আদালতের দ্বারস্থ হলেন টাইরন। যে সংস্থা ওই রেস্তরাঁ চালায়, তাদের কাছে ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তিনি। তাঁর অভিযোগ, গত ৫ বছর ধরে রোজই ক্রমাগত বাতকর্ম করতে হয় তাঁকে। এমনকি অবস্থা কখনও কখনও এমন সঙ্গিন হয়ে যায় যে, রাতে ঘুম ভেঙে যায় তাঁর।

প্রতীকী ছবি।

শুধু বাতকর্মই নয়, হাই কোর্টে টাইরন অভিযোগ করেছেন, রোল খাওয়ার পর আন্ত্রিক ও জ্বরেও ভুগতে হয়েছে তাঁকে। এমনকি তাঁকে একটানা ৫ সপ্তাহ বিছানায় শুয়ে থাকতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাতকর্মের কারণে তাঁকে জনসমক্ষে অপদস্থ হতে হয় বলেও অভিযোগ করেছেন তিনি। টাইরন ছাড়াও আরও ১৬ জন ওই রেস্তরাঁয় খেয়ে পেটের সমস্যায় ভুগছেন বলেও অভিযোগ। তবে রেস্তরাঁ কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement