Hilsa

Hilsa: সপ্তাহান্তে ছুটির দিনে ইলিশের স্বাদে মন মজাতে বানিয়ে ফেলুন ঢাকাই ভুনা ইলিশ

বাঙালি মানেই ইলিশপ্রেমী। আর খাতায় কলমে বর্ষা শেষ হয়ে গেলেও বাজারে এখন ইলিশের কিন্তু বেশ রমরমা। সপ্তাহান্তে বাড়িতে হোক ইলিশের ভোজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৪:৩৮
Share:

ভুনা ইলিশ ছবি: সংগৃহীত

ক্যালেন্ডার বলছে শরৎ এসে গিয়েছে, কিন্তু প্রকৃতি থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। এমনিতেই এই মরসুমে বৃষ্টি কম হয়নি। তা সত্ত্বেও বেশ কয়েক দিন ধরেই আকাশের মুখ ভার করে মাঝেমাঝেই ভাল বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি পড়বে আর পাতে জমাটি খাবার পড়বে না, তা কি হয়! এমনিতেই মৎস্যপ্রেমী বাঙালি এই মরসুমে ইলিশ-বিহনে থাকতে পারে না! ভাজা ইলিশ থেকে ভাপা ইলিশ রসনাতৃপ্তিতে কে এগিয়ে নেই বলুন তো! তবে পাতে যদি পদ্মাপারের রান্নার স্বাদ পেতে চান, তা হলে সপ্তাহান্তে বানাতে পারেন ঢাকাই ভুনা ইলিশ।

ঢাকাই ভুনা ইলিশ

Advertisement

উপকরণ:

ইলিশ মাছ: ৪ পিস

Advertisement

ইলিশের স্টক: ৩ কাপ

রসুন বাটা: ১ চা চামচ

সরষে বাটা: ২ টেবিল চামচ

আদা বাটা: ২ টেবিল চামচ

লঙ্কা বাটা: ২ টেবিল চামচ

জিরে বাটা: ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ২ কাপ

টমেটো কুচি: ২ টেবিল চামচ

হলুদগুঁড়ো: ১ চা চামচ

নুন স্বাদমতো

ধনেপাতা কুচি পরিমাণ মতো

সরষের তেল প্রয়োজন মতো

প্রণালী:

ইলিশ মাছের টুকরোগুলিতে নুন, হলুদ ও তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখুন।

তারপর কড়াইতে সরষের তেল গরম করে মাছের টুকরোগুলি ভাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাছগুলি কড়াই থেকে তুলে আলাদা করে সরিয়ে নিন।

এরপর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিন।

পেঁয়াজ বাদামি হয়ে গেলে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সরষে বাটা ও লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষতে থাকুন।

কষতে কষতে তেল ছেড়ে এলে ইলিশমাছের স্টক মেশান ও নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিন।

ঢাকা সরিয়ে দেখুন ঝোল ফুটে উঠেছে কি না। ফুটে উঠলে ইলিশমাছের টুকরোগুলি দিয়ে আঁচ কমিয়ে আবারও ঢাকা দিয়ে দিন।

মিনিটদশেক পর ঢাকা সরিয়ে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। নামিয়ে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement