FIFA World Cup 2022

রূপান্তরকামী মডেল থেকে ফ্রান্সের সেরা সুন্দরী, এমবাপের প্রেমজীবন তাঁর খেলার মতোই বর্ণময়

২৩ বছর বয়সেই একাধিক সুন্দরী মহিলার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। জেনে নিন তালিকায় রয়েছেন কে কে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:১৭
Share:

খেলার মাঠে এমবাপে যতটা বর্ণময়, তাঁর ব্যক্তিগত জীবনও কিন্তু ততটাই রঙিন! ছবি: সংগৃহীত।

শুরু হয়ে গিয়েছে ২০২২ বিশ্বকাপ ফাইনালের কাউন্ট ডাউন। ফাইনালে লিয়োনেল মেসির পরেই যেই নামটা ফুটবলপ্রেমীদের মুখে মুখে ঘুরছে, তিনি হলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। বছর চারেক আগে ২০১৮-এ ১৯ বছরের এমবাপে একের পর এক ম্যাচে গোল করে ফ্রান্সকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল। চার বছর পরে কাতার বিশ্বকাপের অন্যতম তারকা তিনি। আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনাল খেলায় তাঁর ঘাড়ে অনেক দায়িত্ব। মেসিকে ছাপিয়ে যেতে পারবেন কি, সেই প্রশ্নই সকলের মুখে মুখে।

Advertisement

খেলার মাঠে এমবাপে যতটা বর্ণময়, তাঁর ব্যক্তিগত জীবনও কিন্তু ততটাই রঙিন! ২৩ বছর বয়সেই একাধিক সুন্দরীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। জেনে নিন তালিকায় রয়েছেন কে কে?

ইনেস রাউয়ের সঙ্গে খোশ মেজাজে এমবাপে। ছবি: সংগৃহীত।

ইনেস রাউ: ২০২২-এর কান চলচ্চিত্র উৎসবে রূপান্তরকামী মহিলা মডেল ইনেস রাউ ও এমবাপেকে। কেবল কানেই নয়, নানা জায়গায় দু’জনের ছুটি কাটানোর ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। মাঝেমধ্যেই ফ্রান্সের সমুদ্রসৈকতে খোশমেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন যুগল। যদিও দু’জনের কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি।

Advertisement

দারল্যান্ডসের ফুটবলার গ্রেগরি ভ্যান ডার উইয়েলের স্ত্রী রোজ়ের সঙ্গে সম্পর্কে জড়ান এমবাপে। ছবি: সংগৃহীত।

রোজ় বেরট্রাম: ২৭ বছর বয়সি বেলজিয়ান মডেল রোজ় বেরট্রামের সঙ্গেও নাম জড়ায় এমবাপের। নেদারল্যান্ডসের ফুটবলার গ্রেগরি ভ্যান ডার উইয়েলের স্ত্রী রোজ়। দুই সন্তানের মা-ও তিনি। দু’জনের কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে নানা জায়গায় দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে বলে শোনা যায়।

এলিকা এইলিস: ২০১৮ সালে এমবাপের পরিচয় হয় এলিকা এইলিসের সঙ্গে। ২০১৮ সালেই এলিকার মাথায় ওঠে ফ্রান্সের সেরা সুন্দরীর শিরোপা। সে বছর বিশ্বকাপে এলিকাকে ফ্রান্সের প্রতিটি ম্যাচেই এমবাপের সমর্থনে গলা ফাটাতে দেখা যায়। সেই সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন চর্চা চললেও নিজেদের ব্যক্তিগত জীবন কখনওই প্রচারের আলোয় আনতে চাননি তাঁরা।

২০১৭ সালে মডেল স্টেলা ম্যাক্সওয়েলের সঙ্গে এমবাপের সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়। ছবি: সংগৃহীত।

স্টেলা ম্যাক্সওয়েল: ২০১৭ সালে মডেল স্টেলা ম্যাক্সওয়েলের সঙ্গে এমবাপের সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়। দু’জনের ঘনিষ্ঠ কিছু ছবিও ভাইরাল হয় নেটমাধ্যমে। সেই বছর কান চলচ্চিত্র উৎসবে দু’জনকে জুটি বেঁধে আসতেও দেখা গিয়েছিস। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক।

মারিয়ালুইসা জ্যাকোবেলি: ২০২১ সালে ইতালীয় টিভি সঞ্চালক মারিয়ালুইসা জ্যাকোবেলির সঙ্গে সম্পর্ক জড়ান এমবাপে। একসঙ্গে একাধিক বার ক্যামেরাবন্দি হন তাঁরা। প্যারিসের এক হোটেল থেকেও একসঙ্গে বেরোতে দেখা যায় দু’জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement