McDonald

খাবার বানানো থেকে পরিবেশন করা, এ রেস্তরাঁয় সবই করে রোবট! কী ভাবে? দেখালেন প্রভাবী

খাবার বানানো থেকে খেতে দেওয়া, সব কাজ নির্বিঘ্নে করছে রোবট। কী ভাবে হচ্ছে, দেখালেন এক প্রভাবী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:৩৪
Share:

বিশ্বের প্রথম কর্মীহীন রেস্তরাঁ কোন দেশে আছে জানেন? ছবি- সংগৃহীত

খাবার তৈরি করা থেকে ক্রেতাকে খাবার পরিবেশন করা, সবটাই করছে রোবট। ২০২২ সালের ডিসেম্বর মাসে টেক্সাস শহরে সম্পূর্ণ রোবট নিয়ন্ত্রিত ম্যাকডোনাল্ডের একটি রেস্তরাঁ চালু হয়। সম্প্রতি সেখানে গিয়ে এক প্রভাবী জানালেন, তাঁর অভিজ্ঞতার কথা। খাবারের বরাত দেওয়া থেকে খাবার তাঁর হাতে পৌঁছনো পর্যন্ত কী কী করতে হবে, তা একটি ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের কাছে তুলে ধরেছেন তিনি।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রেস্তরাঁয় কোনও কর্মী নেই। সব কাজের দায়িত্ব রোবটের। ওই রেস্তরাঁয় খাবার কিনতে গেলে কোনও ব্যক্তিকে প্রথমে ফোন থেকে পছন্দের খাবারটি বরাত দিতে হবে। কিছু ক্ষণের মধ্যেই হাতে চলে আসবে পছন্দের খাবার। নিয়ে আসবে রোবট। খাবারের প্যাকেটে মূল খাবারের সঙ্গে আনুষঙ্গিক যা যা থাকার কথা, সবটাই সে ভরে দিচ্ছে প্যাকেটে।

বিষয়টি মন্দ না হলেও সমাজমাধ্যম ব্যবহারকারীদের কারও কারও মতে, ১০ জনের কাজ যদি একা রোবট করে ফেলে, সে ক্ষেত্রে বেকারত্বের হার যে বেড়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement