পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার সময়ে পোষ্যদের মুখে মাস্ক পরানো উচিত? ছবি: সংগৃহীত।
সকালে ঘুম থেকে উঠে কয়েক গণ্ডা হাঁচি হবেই! আপনার গা ঘেঁষে শুয়ে থাকা পোষ্য সারমেয়টিও পাল্লা দিয়ে হেঁচে চলেছে। মাঝে মাঝে গা-ঝাড়া দিয়ে উঠছে, আর সারা ক্ষণ গা চুলকাচ্ছে।
মরসুম বদলের সময়ে এমন সমস্যা অনেকেরই হয়। পোষ্যদেরও ঠান্ডা লেগে যেতে পারে। তবে তা যে সব সময়ে পারদপতনের কারণে হয়, এমনটা কিন্তু নয়। শীতের শুরুতেই বাতাসে ভাসমান ধূলিকণা, নানা ধরনের পার্টিকেল, পোলেন কিংবা ভাইরাসের পরিমাণ বেড়ে যায়। তাই মানুষের মতো সারমেয়দেরও কিন্তু অ্যালার্জি-জনিত সমস্যা দেখা দিতে পারে। পশু চিকিৎসকেরা বলছেন, বায়ুদূষণের প্রভাবে চারপেয়েদের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা হয়। আবার অনেকের ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি হতেও দেখা দেয়।
এ দিকে দূষণের ভয়ে পোষ্যদের ঘরে আটকে রাখাও তো কাজের কথা নয়। রাস্তায় না হোক, দিনে অন্তত এক বার ছাদেও নিয়ে যেতে হয়। বিপদ বুঝে মানুষেরা না হয় মুখে মাস্ক পরে খানিকটা স্বস্তি পেলেন। কিন্তু পোষ্যদের ক্ষেত্রে কী করণীয়?
পোষ্যের কী কী অসুবিধা দেখলে সতর্ক হবেন?
১) স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের বদলে হঠাৎ যদি শ্বাসকষ্ট শুরু হয়, তা হলে অবশ্যই সাবধান হতে হবে। শুধু ঠান্ডা লাগা নয়, অ্যালার্জি-জনিত সমস্যা থেকেও এই ধরনের অসুবিধা হতে পারে।
২) স্বভাববশত সময়ে-অসময়ে পোষ্যেরা গা চুলকায়। তবে তা যদি মাত্রাতিরিক্ত হয়, তা হলেও সাবধান হতে হবে। এই ধরনের সমস্যা কিন্তু সব সময়ে পরজীবীদের আক্রমণে হয় না।
৩) ঠান্ডা লাগলে সারমেয়দের চোখ, নাক থেকে সমানে জল পড়ে। কিন্তু, এই একই সমস্যা দূষণের প্রভাবেও হতে পারে। লাল চোখ কিংবা নাক চুলকাতে দেখলেও সতর্ক থাকতে হবে।
৪) দূষণজনিত কারণে পোষ্য অসুস্থ হলে ওর মধ্যে আচরণগত পরিবর্তনও আসতে পারে। খাওয়ায় অনীহা, ঝিমিয়ে থাকা কিংবা উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে।
বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার সময়ে পোষ্যদের মুখে কি মাস্ক পরানো উচিত?
মুখে মাস্ক পরে থাকলে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে ভাসমান ধূলিকণা কিংবা ক্ষতিকর রাসায়নিক সরাসরি ফুসফুসে প্রবেশ করতে পারে না। ধোঁয়া, ধুলো থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতিও আটকানো যায়। কিন্তু সেই সুবিধা শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য।
বাতাসে দূষণের মাত্রা যদি বাড়তে থাকে, তা হলে পোষ্যদের অন্তত কিছু দিন বাড়ির মধ্যে রাখাই ভাল। চারপেয়েদের মুখে মাস্ক থাকলে তাদের শ্বাস নেওয়া বা জিভ বার করে রাখার মতো স্বাভাবিক ক্রিয়াকলাপ বাধা পাবে। তাই মাস্ক বিষয়টি পোষ্যদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতেই পারে।