Hair Greying

কালো চুলের মাঝে উঁকি দেবে লালচে আভা, কিন্তু সেই রং উঠে গেলে কি সব চুল সাদা হয়ে যাবে?

অল্প বয়সে এক বার রাসায়নিক দেওয়া রং করলেই নাকি সব চুল পেকে সাদা হয়ে যাবে। এমন ধারণা রয়েছে অনেকেরই। কিন্তু এ ধারণা পুরোপুরি ভ্রান্ত, না কি নেপথ্যে তেমন কোনও কারণ সত্যিই রয়েছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৮:১৭
Share:

রাসায়নিক দেওয়া রং উঠে গেলে কালো চুল পেকে যাবে? ছবি: সংগৃহীত।

শখ হয়েছে, ক্রিসমাস আসার আগে চুলে রং করাবেন।

Advertisement

কালো চুলের ভাঁজে ভাঁজে উঁকি মারবে লাল, সোনালি কিংবা তামাটে রং। সে ইচ্ছের কথা বাড়িতে জানাতেই দক্ষযজ্ঞ শুরু। অল্প বয়সে এক বার রাসায়নিক দেওয়া রং করলেই নাকি সব চুল পেকে সাদা হয়ে যাবে, এমন ধারণা রয়েছে অনেকেরই। কিন্তু এ ধারণা পুরোপুরি ভ্রান্ত, না কি নেপথ্যে তেমন কোনও কারণ সত্যিই রয়েছে?

কেশসজ্জাশিল্পীরা বলছেন, চুল থেকে লাল, হলুদ, সবুজ কিংবা বেগনি রং উঠে গেলে তা একেবারে সাদা না হলেও ধূসর হয়ে যেতেই পারে। আবার চিকিৎসকেরা বলছেন, রাসায়নিক দেওয়া রঙের সঙ্গে চুলে পাক ধরার সরাসরি কোনও যোগ নেই। দিল্লির এক বেসরকারি হাসপাতালের চর্মরোগ চিকিৎসক গীতিকা শ্রীবাস্তব বলছেন, “চুলে পাক ধরার নেপথ্যে জিন, অতিবেগনি রশ্মি এবং মানসিক চাপ— এই তিনটি বিষয় কাজ করে। চুলের ফলিকলে মেলানোসাইট নামক এক প্রকার কোষ থাকে। বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই সেগুলি নষ্ট হয়ে যায় বা কমে আসে। তখন চুলের রং ফিকে হতে শুরু করে।” যদিও এ নিয়ে নিশ্চিত করে বলার মতো বিস্তর গবেষণা নেই। তবে অনেকেই বলেন, রাসায়নিক দেওয়া রং বা ‘ডাই’ চুলের বাইরের স্তরে একটা পরত ফেলে। তার সঙ্গে চুলের ফলিকলের কোনও সম্পর্ক নেই।

Advertisement

অবশ্য বারংবার এই রাসায়নিক ব্যবহারে চুল ভঙ্গুর হয়ে পড়তে পারে। চুলের স্বাভাবিক জেল্লা নষ্ট হওয়াও অস্বাভাবিক নয়। তবে রাতারাতি চুল সাদা করে দিতে পারে না। তবে দীপিকা বলেন, “যে হেতু এই ধরনের রঙের সঙ্গে ব্লিচ করার প্রক্রিয়াও যুক্ত থাকে, তাই চুলের গোড়ায় তা লাগলে স্বাভাবিক কালো রং কিন্তু ফিকে হয়ে যেতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement