পুরনো, বিশেষ করে রঙিন মোজা নানা উপায়ে জুড়ে বহু রকম ভাবে ব্যবহার করা যেতে পারে।
বাতিল হয়ে যাওয়া পুরনো মোজা বা একপাটি হারিয়ে গিয়েছে এমন মোজাটি দিয়ে আপনি কী করেন? অধিকাংশ সময়েই ফেলে দেওয়া হয়। কখনও আবার আসবাব মোছামুছিতে টুকটাক ব্যবহা। তখন সে বাতিলের খাতায় চলে গিয়েছে। কিন্তু পুরনো, বিশেষ করে রঙিন মোজা নানা উপায়ে জুড়ে বহু রকম ভাবে ব্যবহার করা যেতে পারে। একবার দেখে নিন...
বানানো যায় স্কার্ফ
পুরনো রঙিন মোজার, বিশেষ করে তা যদি হয় বাচ্চার বাহারি স্টকিংস, তা হলে তা দিয়ে স্কার্ফ বানালে দেখতে আরও ভাল লাগবে। প্রথমে লম্বা মোজা ক’টির পায়ের পাতার অংশটি কেটে ফেলে দিন। এ বার মোজাগুলি পরপর জুড়ে দিন সেলাই করে। তৈরি হয়ে যাবে স্কার্ফ। এর দু’টি প্রান্ত অসমান করে কেটে দিন। স্টাইল কোশেন্ট বাড়বে।
মোছার কাজে
অনেক সময়ে জানালার ফাঁকফোকরে, বিশেষ করে তা যদি স্লাইডিং জানালা হয় অথবা এসির স্্প্লিটে এত ময়লা জমে থাকে যে, সহজে পরিষ্কার করা যায় না। সাবানজলে মোজা ভিজিয়ে ওই ফাঁকে ঢুকিয়ে ভাল করে পরিষ্কার করা যায়। তা ছাড়া, রান্নাঘরের স্ল্যাবও রান্নার পর বেশ তেল চিটচিটে হয়ে থাকে। মোজা সাবানজলে ডুবিয়ে মুছে নিয়ে পরে পরিষ্কার জলে আর একবার মুছে নিন। ঝকঝক করবে।
কফি মাগ কোজ়ি
একটু সুচ-সুতোর কাজ জানা থাকলে কফি মাগকে পরিয়ে দিন মিষ্টি একটা জামা, যার কেতাবি নাম কোজ়ি। যে কোনও পুরনো মোজা কাপের মাপ মতো কেটে নিন। তবে মোজা কেটে নেওয়ার সময়ে খেয়াল রাখবেন, তা যেন কাপের মাথায় মাথায় না হয়। কেটে নেওয়া মোজা কাপের গায়ে পেঁচিয়ে দুটো দিক একসঙ্গে জুড়ে সেলাই করে দিন। বাড়িতে পুরনো একটু বড় সাইজ়ের বোতাম থাকলে, লাগিয়ে দিন মোজার উপরে। দেখতেও মজার লাগবে। আপনার পুরনো কাপ পেয়ে যাবে নতুন কলেবর। যখন কফি খাবেন, আপনার হাতেও গরম লাগবে না।
স্ক্রাবার হিসেবে
লুফা তো বেশির ভাগ বাড়ির বাথরুমেই মাস্ট হ্যাভ। কিন্তু জানেন কি লুফার বদলে মোজাও আপনি একই কাজে ব্যবহার করতে পারেন? পুরনো মোজার মধ্যে সাবান ভরে, জলে ভিজিয়ে নিন। মোজার খসখসে দিক দিয়ে ভাল করে ঘষে নিন সারা শরীর। মোজাকে স্ক্রাবার হিসেবে ব্যবহারের সুবিধে হল, আপনি তা সহজেই কেচে পরিষ্কার রাখতে পারবেন। বলা হয় যে, এক থেকে দেড় মাস অন্তর লুফা বদলে নেওয়া উচিত, তা না হলে এর মধ্যে ফাঙ্গাস জন্মাতে পারে। মোজার ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা নেই। অনেক দিন নির্ভাবনায় তা ব্যবহার করতে পারেন।
পপৌরি স্যাশে
ওয়ার্ড্রোব খুললেন, আর একটা মিষ্টি গন্ধ নাকে এসে আপনার মন ভরিয়ে দিল। তখন কোন পোশাকটা পরবেন, তা নিয়ে বিশেষ বিরক্তি আর মাথাচাড়া দিতে পারবে না। তার জন্য একটা বাতিল মোজার শুধু পায়ের পাতার অংশটা কেটে নিন। এর মধ্যে পপৌরি ভরে ওর্য়াড্রোব বা ড্রয়ারে রেখে দিন। পপৌরির সুবাসে আপনার অন্দরও হাসবে।
ব্যথার দাওয়াই
ব্যথার কারণে অনেক সময়েই আমরা গরম সেঁক দিয়ে থাকি। এ ক্ষেত্রে খানিকটা চাল গরম করে মোজার মধ্যে ভরে নিতে হবে। তার পর তা দিয়ে সেঁক দিন ব্যথার অংশে। চাল অনেকক্ষণ গরম থাকবে, আপনিও আরাম পাবেন। আবার আইস প্যাক দিতে হলেও মোজার মধ্যে বরফ ভরে নিতে পারেন।
খেলতে খেলতে
আপনার বাড়ির খুদেটি কি চার দিকে তার বার্বি ডলের অ্যাকসেসরি বা পাজ়লের ছোট ছোট টুকরো ছড়িয়ে রাখে? রঙিন মোজার মধ্যে পুতুলের ছোট ছোট ব্যাগ, জুতো, চুলের ক্লিপ, হেয়ারব্রাশ কিংবা পাজ়লের টুকরোগুলো ভরে, রঙিন রিবন দিয়ে নট বেঁধে দিন। দেখতেও ভাল লাগবে, হারাবেও না। আবার যে চকবোর্ড ডাস্টার দিয়ে মুছলেও পরিষ্কার হচ্ছে না, তাতে একটা মোজা ডাস্টার হিসেবে ব্যবহার করে দেখুন। মোজার ভিতরে তুলো কিংবা কাপড় ভরে পুতুলও বানিয়ে ফেলা যায় সহজেই।
এ ভাবে পুরনো মোজা আপনার গৃহস্থালির অনেক কাজেই কিন্তু সহায়ক হয়ে উঠতে পারে।