Lint Balls Removing Trick

রোঁয়া উঠে শখের চাদর, সোয়েটারের হতশ্রী দশা! কোন কৌশলে হবে সমাধান?

শখ করে কেনা সোয়েটারে রোঁয়া উঠছে? জেনে নিন রোঁয়া পরিষ্কারের ৫ কৌশল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯
Share:

সোয়েটার, চাদর, কম্বল থেকে রোঁয়া তুলবেন কী ভাবে? ছবি:ফ্রিপিক।

তাপমাত্রার পারদ ক্রমশ নামতেই আলমারি, স্যুটকেসে থাকা শীতের পোশাক বার করে ফেলেছেন। কিন্তু পরতে গিয়েই মেজাজ গরম। রোঁয়া উঠে শখের সোয়েটারটির দফরফা। কী করবেন?

Advertisement

উলের পোশাক হোক বা চাদর— সোয়েটার থেকে অনেক সময়ই রোঁয়া ওঠে। শুধু উল নয়, অনেক সময় বিভিন্ন জামা, প্যান্ট থেকেও রোঁয়া উঠতে দেখা যায়। এর নানা কারণ হতে পারে। অতিরিক্ত ঘষা লাগায় বা অনেক সময় কাপড় কাচার পদ্ধতি ঠিক না থাকলে রোঁয়া উঠতে পারে। কিন্তু সেই রোঁয়া পরিষ্কার করবেন কী ভাবে?

চিরুনি: কোনও কোনও সোয়েটার, চাদরের রোঁয়া আলগা হয়। টানলেই উঠে আসে। এ ক্ষেত্রে চিরুনি দিয়ে সোয়েটারের উপর চুল আঁচড়ানোর মতো করে বসিয়ে উপর থেকে নীচে টান দিলে রোঁয়া উঠে আসবে। সোয়েটারের রোঁয়া তোলার জন্যও বিশেষ ধরনের চিরুনি পাওয়া যায়। সেগুলিও ব্যবহার করতে পারেন।

Advertisement

রেজ়ার: গায়ের লোম তোলার বা মুখের জন্য ব্যবহৃত ফেসিয়াশ রেজ়ার যে কোনও একটি বেছে নিতে পারেন। রেজ়ার সোয়েটার বা কম্বলের উপর হালকা করে টানতে হবে। খেয়াল রাখা দরকার, যেন সোয়েটার কেটে না যায়। আলতো টানে রোঁয়া উঠে আসবে।

স্টিকি রোলার: রোঁয়া পরিষ্কারের রোলার বেছে নিতে পারেন। বিভিন্ন ধরনের রোলার হয়। রোলারের গায়ে রোঁয়া আটকে যায়। তার পর সেটি ফেলে দিলেই চলে। এই ধরনের রোলার দিয়ে ঘরে ছড়িয়ে থাকা পোষ্যের লোমও পরিষ্কার করা যায়।

ফ্যাব্রিক সেভার:এই যন্ত্রটি রোঁয়া তোলার জন্য বিশেষ কার্যকর। বৈদ্যুতিক, ব্যাটারিচালিত— দুরকমই হয়। যন্ত্রের ধাতব গোলাকার মুখটি সোয়েটার, কম্বলের উপর বোলালেই তা রোঁয়া টেনে নেয়।

কাঁচি: কাঁচির ধারালো অংশ দিয়ে টানলেও সোয়েটার থেকে রোঁয়া উঠে আসে। তবে সাবধানে কাজটি করতে হবে। কারণ, একটু এ দিক-ও দিক হলেই সোয়েটার, কম্বল কেটে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement