Eyelash Grooming Serum

সিরামের ব্যবহারে দীর্ঘ, ঘন হবে আঁখিপল্লব! জেনে নিন বাড়িতেই সেটি তৈরি করার কৌশল

চোখের পল্লব হালকা বলে আক্ষেপ! ঘরোয়া উপকরণেই এই সমস্যার সমাধান হতে পারে। বাড়িতেই বানিয়ে নিন আঁখিপল্লব ঘন ও দীর্ঘায়িত করার সিরাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:১৬
Share:

ঘন, দীর্ঘ আঁখিপল্লব পেতে বাড়িতেই তৈরি করে নিন সিরাম। ছবি:ফ্রিপিক।

রমণীর টানা চোখ, দীর্ঘায়িত আঁখিপল্লবেই সৌন্দর্যের সংজ্ঞা নিহিত। কিন্তু চাইলেই কি কাজল-কালো নয়ন, ঘন আঁখিপল্লব পাওয়া যায়! মুখশ্রী, ত্বক, চোখের খুঁত ঢাকতে রকমারি প্রসাধনীর ব্যবহার হয় ঠিকই, তবে তা কোনও সমাধান নয়। রূপটান শিল্পীরাও খুঁত ঢাকার চেয়ে রূপচর্চায় গুরুত্ব দেন বেশি। সঠিক যত্নে, কৌশলে যেমন ত্বকের সৌন্দর্য বৃদ্ধি সম্ভব, তেমনই চোখের পল্লবও ঘন হতে পারে। প্রাকৃতিক উপাদানে তৈরি সিরামেই মিলতে পারে ফল। তবে কী ভাবে তা তৈরি এবং ব্যবহার করবেন, জানুন কৌশল।

Advertisement

অ্যালো ভেরা: আয়ুর্বেদ শাস্ত্রে অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর ব্যবহার রয়েছে। ত্বক এবং চুলেও অ্যালো ভেরা মাখেন অনেক। ভিটামিন এ, সি, বি১ এবং ই রয়েছে এতে। ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি অ্যালো ভেরা সুন্দর আঁখিপল্লব পেতেও সাহায্য করে।

পেট্রোলিয়াম জেলি: চোখের পাতা আর্দ্র রাখতে সাহায্য করে পেট্রোলিয়াম জেলি।

Advertisement

ভিটামিন ই: ভিটামিন ই শুধু ত্বক নয়, চুলের জন্য একই রকম উপকারী। চোখের পাতা ঘন করতেও সে কারণে ভিটামিন ই কার্যকর হতে পারে। আর্দ্রতার পাশাপাশি পু্ষ্টিও জোগাতে সাহায্য করে এটি।

নারকেল তেল এবং কাঠবাদামের তেল: চুল ঘন করতে, মসৃণতা বজায় রাখতে নারকেল তেল এবং কাঠবাদামের তেল, দুই-ই ভাল। শুধু ফ্যাটি অ্যাসিড নয়, দুই ধরনের তেলেই রয়েছে নানা রকম ভিটামিন এবং খনিজ।

সিরাম তৈরির পদ্ধতি

একটি পরিষ্কার পাত্রে ২ টেবিল চামচ অলিভ অয়েল নিন। তার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল এবং দু’টি ভিটামিন ই ক্যাপসুলে থাকা ঘন তরল। তার মধ্যে যোগ করুন ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি। উপকরণগুলি খুব ভাল করে মিশিয়ে নিলে ক্রিমের মতো হয়ে যাবে। এই মেশানোর কাজটি করতে হবে পরিষ্কার হাতে। মিশ্রণটি একটি পরিষ্কার কাচের শিশিতে ভরে রাখুন।

ব্যবহার বিধি

রাতে শোয়ার আগে একটি পরিষ্কার তুলির সাহায্যে মিশ্রণটি চোখের পল্লবে ভাল করে লাগিয়ে নিন। মাস্কারার ব্রাশ ভাল করে ধুয়ে, মুছে সেটিও সিরাম লাগানোর জন্য ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement