acidity

Acidity: রুটি খেলেই অ্যাসিড হচ্ছে? কী ভাবে রুটি বানালে এই সমস্যা থেকে মুক্তি পাবেন

যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁদের অনেকেরই রুটি খেলে অসুবিধা হয়। ময়দার রুটি তো বটেই, আটার রুটি থেকেও তাঁদের অ্যাসিড হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১২:২৩
Share:

রুটি খেলেই কি অ্য়াসিড হচ্ছে? ছবি: সংগৃহীত

অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। খাবারে সামান্য বদল হলেই প্রথমে অ্যাসিড, তার পরে বুকজ্বালা এবং সেখান থেকে কোষ্ঠকাঠিন্য— সমস্যার শেষ নেই। যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁদের অনেকেরই রুটি খেলে অসুবিধা হয়। ময়দার রুটি তো বটেই, আটার রুটি থেকেও তাঁদের অ্যাসিড হতে পারে। তাই অ্যাসিডিটির সমস্যায় ভোগা অনেকেই আর রুটি খেতে চান না।

Advertisement

কিন্তু এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। এবং কোনও ওষুধ ছাড়াই অ্যাসিডিটির সমস্যা কমিয়ে ফেলা সম্ভব। সে ক্ষেত্রে শুধু বদল আনতে হবে রুটি বানানোর প্রক্রিয়ায়।

বেশির ভাগ ক্ষেত্রেই রুটি বানানোর সময়ে সাধারণ জলে আটা মাখা হয়। এই পদ্ধতি কিছুটা বদলালেই অ্যাসিডের সমস্যা কমবে। সাধারণ জলের বদলে গরম জলে আটা মাখুন। এই আটায় রুটি বানালে, তা খেলে অ্যাসিড হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement