Blanket Care

শুধু গায়ে জড়ালে হবে না, শীতে যত্নও নিতে হবে কম্বলের! কোন বিষয়গুলি মেনে চলবেন?

কম্বলের চাই বিশেষ যত্নআত্তিও। না হলে কম্বলের আয়ু ফুরোবে অল্প দিনেই। সামান্য কিছু টোটকা মাথায় রাখলেই আজীবনের সঙ্গী হতে পারে কম্বল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬
Share:

ছবি: সংগৃহীত।

কম্বলের ওম গায়ে মেখে শীতযাপন করে বাঙালি। রাত যত গভীর হয়, শীত তত কঠিন হতে থাকে। হাড় কাঁপানো ঠান্ডায় উষ্ণতা দেয় কম্বল। তবে কম্বল শুধু ব্যবহার করলেই চলবে না। কম্বলের চাই বিশেষ যত্নআত্তিও। না হলে কম্বলের আয়ু ফুরোবে অল্প দিনেই। সামান্য কিছু টোটকা মাথায় রাখলেই আজীবনের সঙ্গী হতে পারে কম্বল।

Advertisement

১) কম্বলে দাগ লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন। পুরনো দাগ কম্বল থেকে ওঠানো খুব মুশকিল। তবে দাগ তোলার জন্য সরাসরি যে কোনও সাবান ব্যবহার করবেন না। তার বদলে ঠান্ডা জলের সঙ্গে মাইল্ড ডিটারজেন্ট, ক্লাব সোডা মিশিয়ে ব্যবহার করুন। যে জায়গায় দাগ লেগেছে, সেই অংশটুকু এই মিশ্রণে ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।

২) নিতান্ত ময়লা না হলে কম্বল চট করে কাচবেন না। যদি কাচতেই হয়, তা হলে আগে ঠান্ডা জলে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উলের জন্য নিরাপদ এমন কোনও ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে কম্বল পরিষ্কার করুন। গরম জল একদমই দেবেন না।

Advertisement

৩) যেন দু’মিনিটের বেশি কম্বল ওয়াশিং মেশিনের ভিতরে না থাকে। এবং কাচার সময় মেশিনের ‘জেন্টল মোড’ বা ‘ডেলিকেট ওয়াশ’ বা ‘হ্যান্ড ওয়াশ’ মোড সিলেক্ট করবেন। তবে আধুনিক যন্ত্রে কম্বল কাচার জন্য আলাদা অপশন থাকে। মনে করে সেটাই বেছে নেবেন।

৪) ওয়াশিং মেশিন থেকে বের করে ভিজে কম্বল শোকাতে দেওয়ার আগে শুকনো তোয়ালে দিয়ে মুড়ে রাখুন। এতে বাড়তি জল শুষে নেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement