গাছের পাতা কেন হলুদ হয়ে যায়?
মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, জ়েড প্ল্যান্টে ঘর সাজিয়েছেন। হঠাৎ করে দেখছেন কোনও কোনও গাছের পাতা হলুদ হতে শুরু করেছে। বুঝতে পারছেন না কী হল।
গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা মোটেও স্বাভাবিক নয়। সমস্যা যে আছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তা কোন কারণ?
জল: গাছের জন্য জল প্রয়োজন। কিন্তু কতটা? সাধারণত ঘরে যে ধরনের গাছ রাখা হয় সেগুলি কম যত্নেই বেড়ে ওঠে। জলও খুব বেশি দিতে হয় না। তবে অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচে, পাতা হলদে হয়ে যেতে পারে। জল খুব কম দিলেও এমনটা হওয়ার আশঙ্কা থাকে। জল দেওয়ার আগে দেখে নেওয়া দরকার টবের মাটি শুকনো কি না। ভিজে থাকলে জল দেওয়া যাবে না। পাশাপাশি টবের জল নিষ্কাশন ব্যবস্থাও ভাল হওয়া দরকার।
সূর্যালোক: ঘরের গাছ বলে একেবারে সূর্যালোকের দরকার নেই তা কিন্তু নয়। বরং গাছ রাখা দরকার জানলার ধারে। যেখানে রোদের তাপ, আলো-হাওয়া আসবে। না হলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে।
সার: সার থেকে গাছ পুষ্টি পায়। ঘরে রাখার গাছগুলিতে সে ভাবে সার প্রয়োগের দরকার পড়ে না বটে। তবে গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি বিশেষত নাইট্রোজেনের অভাব হলে পাতা হলদে হয়ে ঝরে পড়তে পারে। তাই মাসে এক বার বা দু’মাসে এক বার জৈব সার প্রয়োগ করতে পারেন।
রোগ, পোকা: গাছে নানা রকম রোগ হয়। আবার পোকার আক্রমণও হয়। ছত্রাকের আক্রমণেও পাতা হলদে হতে পারে। মাঝেমধ্যে জলের সঙ্গে নিম তেল এবং সাবান গুলে স্প্রে করলে পোকামাকড়ের উৎপাত বন্ধ হবে।