Real Madrid

১০ জনে খেলে দু’গোল, পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় রিয়ালের, লা লিগার শীর্ষে মাদ্রিদ

দল হারছে ০-১ গোলে। এমন সময় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র। তাতেও জিততে অসুবিধা হল না রিয়াল মাদ্রিদের। ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে চলে গেল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৩:১৮
Share:

বেলিংহ্যামকে (বাঁ দিকে) জড়িয়ে ধরে কান্না মদ্রিচের। ছবি: রয়টার্স।

দল হারছে ০-১ গোলে। এমন সময় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র। তাতেও জিততে অসুবিধা হল না রিয়াল মাদ্রিদের। ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে চলে গেল তারা। শেষ কয়েক মিনিটে দু’টি গোল করেছে তারা।

Advertisement

৮৫ মিনিটে সমতা ফেরান লুকা মদ্রিচ। সংযুক্তি সময়ে জয়সূচক গোল জুড বেলিংহ্যামের। ২০১৯-এর পর প্রথম বার লা লিগায় টানা দু’টি ম্যাচে হার এড়াল রিয়াল। এখন তাদের ৪৩ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে প্রতিবেশী আতলেতিকো মাদ্রিদের থেকে এগিয়ে দু’পয়েন্টে।

পয়েন্ট তালিকায় ১৯ নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার কাছে ২৭ মিনিটে পিছিয়ে পড়েছিল রিয়াল। পোস্টে লেগে বল ফেরার পর ফাঁকা গোলে ঠেলেন হুগো দুরো। দ্বিতীয়ার্ধে মাদ্রিদের খেলায় ঝাঁজ লক্ষ করা যায়। ৫৫ মিনিটে কিলিয়ান এমবাপে একটি পেনাল্টি আদায় করেন। তবে বেলিংহ্যামের শট পোস্টে লেগে ফেরে। পরে এমবাপের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৭৯ মিনিটে বিপক্ষ গোলকিপার স্টোল দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা মেরে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস।

Advertisement

পরের মিনিটে নামেন মদ্রিচ। পাঁচ মিনিটের মধ্যে গোল করেন তিনি। এর পরেই জয়ের জন্য ঝাঁপায় রিয়াল। গোলও পেয়ে যায়। পেনাল্টির ব্যর্থতা মুছে গোল করেন বেলিংহ্যাম।

এ দিকে, ইটালিয়ান সুপার কাপে মুখোমুখি মিলানের দুই ক্লাবের। বৃহস্পতিবার ইন্টার মিলান হারিয়েছিল আটালান্টাকে। শুক্রবার এসি মিলান ২-১ হারিয়েছে জুভেন্টাসকে। সৌদি আরবের রিয়াধে সোমবার হবে ফাইনাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement