Calendula Plant Care Tips

চারা বসিয়েছেন, কী ভাবে যত্ন করলে ফুলে ভরে উঠবে ক্যালেন্ডুলা গাছটি?

বাগানের জন্য ক্যালেন্ডুলার চারা কিনে এনেছেন। কী ভাবে যত্ন করলে গাছটি ভাল ভাবে বাড়বে, ফুলও আসবে বেশি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩
Share:

কী ভাবে পরিচর্যা করলে ক্যালেন্ডুলা গাছে প্রচুর ফুল হবে? ছবি: সংগৃহীত।

রংবাহারি ক্যালেন্ডুলায় ছাদ-বাগান সাজাতে চারা বসিয়েছেন। গাছ বড়ও হচ্ছে। এমন সময় দরকার সঠিক পরিচর্যা। কী ভাবে গাছের দেখভাল করলে প্রচুর ক্যালেন্ডুলা ফুটবে?

Advertisement

মাটি: দোআঁশ মাটি ব্যবহার করতে পারেন। ৬০ শতাংশ মাটির সঙ্গে ২০ শতাংশ গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিন। ১০ শতাংশ ব্যবহার করতে হবে বালি। বাকি ১০ শতাংশ নিমখোল। মোটামুটি ২০ ইঞ্চির টবে গাছ ভাল ভাবে বেড়ে উঠতে পারবে।

সূর্যালোক: ডিসেম্বর-জানুয়ারিতেও চারা বসানো যায়। ফুল মেলে মার্চ-এপ্রিল পর্যন্ত। এই গাছটির বেড়ে ওঠার জন্য প্রচুর সূর্যালোকের প্রয়োজন। অন্তত ছয় থেকে আট ঘণ্টা। তবে চারা থাকাকালীন চড়া রোদে না রাখাই ভাল।

Advertisement

জল: ক্যালেন্ডুলা গাছের গোড়ায় জল জমলে গাছের ক্ষতি হবে। তাই টবের জল নিষ্কাশন ব্যবস্থাটি ভাল হওয়া প্রয়োজন। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জল দিতে হবে।

কুঁড়ি: ছোট গাছে কুঁড়ি এসে গেলে প্রথমেই সেটি কেটে ফেলে দেওয়া দরকার। শুরু থেকেই ফুল ফুটলে গাছ ঝাঁকড়া হবে না বা একসঙ্গে একাধিক কুঁড়ি আসবে না। ছোট গাছে কুঁড়ি এলে ডাঁটি-সহ কেটে ফেলে দিতে হবে।

সার: ক্যালেন্ডুলা গাছের জন্য পটাশ খুব জরুরি। গাছ বেড়ে ওঠার সময় মাঝেমধ্যে সার প্রয়োগ করতে হবে। প্রতি সপ্তাহে একদিন খোল পচানো জল দিলেও গাছ ভাল ভাবে বেড়ে উঠবে। সার প্রয়োগের আগে গাছের গোড়ার মাটি খুঁড়ে আলগা করে দিতে হবে।

পোকামাকড়: ক্যালেন্ডুলা গাছে পোকামাকড়ের আক্রমণ হয়। সে ক্ষেত্রে বাজারচলতি কীটনাশক স্প্রে করতে পারেন, না হলে নিম তেল, সাবান জলে গুলেও স্প্রে করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement