Lid

Kitchen Tips: ৩ টোটকা: অতি সহজে খুলে যাবে শিশি বোতলের ঢাকনা

বিশেষজ্ঞরা কিন্তু বলছেন গায়ের জোর নয়, মগজাস্ত্রের জোরে অতি সহজেই খুলে ফেলা যায় শিশি-বোতলের ঢাকনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৭:০৬
Share:

শিশি বোতলের ঢাকনা খোলার সহজ উপায় ছবি: সংগৃহীত

শিশি বোতলের ছিপি বা ঢাকনা শক্ত হয়ে এঁটে গেলে তা খোলা মহাবিড়ম্বনার বিষয়। অনেক সময় সর্বশক্তি ব্যবহার করেও খোলা যায় না শক্ত হয়ে আটকে থাকা ঢাকনা। অথচ বিশেষজ্ঞরা কিন্তু বলছেন গায়ের জোর নয়, মগজাস্ত্রের জোরে অতি সহজেই খুলে ফেলা যায় শিশি-বোতলের ঢাকনা।

Advertisement

১। গরম জল: গরম জল ব্যবহার করে অতি সহজেই খুলে ফেলা যায় বোতলের ঢাকনা। কিছুক্ষণ ছিপির উপর গরম জল ঢালুন। তাপ সাধারণত পদার্থকে কিছুটা প্রসারিত করে। ফলে গরম জলে বোতলের ঢাকনা কিছুটা আলগা হয়ে যায়। জল ঢালার পর কাপড় দিয়ে জল মুছে নিয়ে ঢাকনা খোলার চেষ্টা করুন, খুলে যাবে এক নিমেষে।

২। ঝাঁকুনি দিয়ে: ৪৫ ডিগ্রি কোণে শক্ত কোনও বস্তুর উপর আলতো করে আঘাত করুন ঢাকনাটি। তবে খেয়াল রাখবেন খুব জোরে আঘাত করলে ঢাকনা ভেঙে যেতে পারে। শিশি বা বোতলের পশ্চাদ্দেশে জোরে থাপ্পড় মেরেও দেখতে পারেন।

Advertisement

কালো আঠালো টেপ দিয়ে: বোতলের ঢাকনা খুলতে ব্ল্যাক টেপ দারুণ কার্যকর। ব্ল্যাক টেপ নিয়ে বোতলের ঢাকনার গায়ে শক্ত করে পেচিয়ে নিন বার দুয়েক। শেষের অতিরিক্ত অংশ নিজের হাতে রাখুন। এ বার বেরিয়ে থাকা অংশ ধরে জোরে টান দিন। ব্ল্যাক টেপে লেগে বোতলের ঢাকনা খুলে যাবে নিমেষে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement