দোলের সাজে প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস
বসন্ত উৎসবের সাজ বাঙালির চেনা। দোলের দিনে সুতির শাড়ি। পলাশ। আবিরে রাঙা মুখ। এ ছবিটা যেন আজকাল কিছুটা কমই দেখা যায় বাঙালি বাড়ির দোলে। শাড়ি পরে দোল খেলায় স্বচ্ছন্দ নয় যে সকলে। বরং একটু ছিমছাম পোশাক পরে রং খেলাই এখনকার চল। এ বছর রং কম লাগানো হবে। সাবধান থাকতে বলা হচ্ছে বারবার। তাই মনটা উৎসবের আনন্দে ভরে রাখা যায় সাজের যত্নেই।
হিন্দি ছবিতে রঙের উৎসবে সাদা সালোয়ার-কামিজের সাজ এত দিনে সকলের চেনা। ‘সিলসিলা’র রেখাকে আজও ভুলতে পারেনি বাঙালি। সাদা পোশাকে সাজের চল এখন বাঙালি ঘরেও। তবে এ প্রজন্ম আরও একটু অন্য রকম। শুধু সাদা শাড়ি বা কুর্তা নয়, দোলের দিন ড্রেস, স্কার্টও পরা যায় মনের মতো করে সাজতে।
আবির নিয়ে খেলা হোক বা না হোক, রং যেন থাকে দোলে। তাই দোলের সাজে রঙিন গয়না বেছে রাখা থাক আগের দিনই। নানা রঙের পাথর কিংবা পুঁতির হার যেমন মানানসই, তেমন রঙিন কাঠের চুড়িও দেখাবে বেশ। ফুরফুরে সাদা জামার সঙ্গে কানে, হাতে, গলায় রং থাকলে দোলের সাজ হয়ে উঠবে জমজমাট।
আর পায়ে যদি থাকে উজ্জ্বল রঙের চটি, তবে তো কথাই নেই!