Holi celebration

দোলের আড্ডায় ঘরের কোণে সাজানো থাক আবির

গরম বাড়তেই কোভিড-আতঙ্ক ফিরে এসেছে। তার মধ্যেই রঙের উৎসব। তবে কি ভেস্তে যাবে এ বছরের আনন্দও?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৮:৪১
Share:

গায়ে নয়, দোলের রং থাক ঘরের কোণে। ছবি: সংগৃহীত

গত বছর দোল খেলা প্রায় বাদ দিতে হয়েছিল। এ বার আবার তেমনটা তো করা চলে না। কিন্তু গরম বাড়তেই কোভিড-আতঙ্ক ফিরে এসেছে। আবারও চিন্তা বাড়ছে। তার মধ্যেই রঙের উৎসব। তবে কি ভেস্তে যাবে এ বছরের আনন্দও?

Advertisement

তার চেয়ে কি ভাল হয় না একটু দূরত্ব বজায় রেখে উৎসব পালন করলে? সকলে সুস্থ থেকে আনন্দ করার পরিকল্পনা করে নেওয়া যাক না। হাতে তো দু’টো দিন আছে এখনও। এমন কিছু করা হোক, যাতে রঙিন থাকে দিনটা, তবে রং মাখামাখি না হয়। অন্য বারের মতো না হয় না-ই হল। এ বার আলাদাই থাকুক না।

এমনিতে দোলের দিনে বড় জমায়েতে সায় নেই কেন্দ্রের। ফলে দোলের আড্ডা এ বার ঘরোয়া হওয়াই ভাল। বিশেষ করে এই দিনটায় এবং পরের কয়েকটি দিন মেলামেশা হোক একেবারেই ছোট্ট একটি গোষ্ঠীর মধ্যে।

Advertisement

রং মাখানো কি ঠিক হবে এই দোলে? গত দোলের স্মৃতি নিশ্চয়ই অনেকের মনে জ্বলজ্বল করছে? তাই মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। এ বার একটা কাজ করাই যায়। ঘরে নানা রঙের আবির সাজানো হোক। তবে সেই রং কাউকে না মাখালে কেমন হয়? অর্থাৎ, তা থাক না সাজানো। ঘরটা রঙিন দেখাবে। যাঁর ইচ্ছে হবে, তিনি নিজেই না হয় একটু আবির লাগিয়ে নেবেন গালে।

এ ভাবে পরিকল্পনা করে নিলে স্পর্শ এড়ানো যাবে। আর তার সঙ্গে কিছুটা হলেও এড়িয়ে চলা যাবে করোনার বিপদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement