COVID 19

করোনাকালে রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে চান? রান্নাঘরে এই পাতাটি আছে তো

আমাদের ঘরে রয়েছে এমন কিছু উপাদান, যা খুব সহজেই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১১:৪৮
Share:

কারি পাতা পারে বহু ধরনের সংক্রমণ প্রতিহত করতে। ছবি: সংগৃহীত

অতিমারির সময়ে সকলেই রোগ প্রতিরোধ শক্তি নিয়ে চিন্তিত। কী করে একটুও বাড়ানো যাবে এই শক্তি, তা নিয়ে ভাবেন সকলেই। দামি মাল্টিভিটামিনও নিয়মিত খান তাঁরা। কিন্তু আমাদের ঘরে রয়েছে এমন কিছু উপাদান, যা খুব সহজেই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারে।
এর একটি হল কারি পাতা। এই পাতার তৈরি মিশ্রন বা পাচন রোজ ১ চামচ করে খেলেই রোগ প্রতিরোধ শক্তি অনেকটা বাড়বে। কী করে সেই পাচন বানাবেন দেখে নেওয়া যাক।

Advertisement


কী কী লাগবে: গোটা ১০ কারি পাতা, গোটা ১০ পুদিনা পাতা আর ১ চামচ মধু।


কী ভাবে বানাবেন: কারি পাতা আর পুদিনা পাতা একসঙ্গে মিশিয়ে থেঁতো করে নিন। অনেক ক্ষণ ধরে থেঁতো করতে পারেন। তবে মিক্সার গ্রাইন্ডারে থেঁতো করার চাইতে পাথরের হামানদিস্তায় থেঁতো করা ভাল। একেবারে কাদার মতো হয়ে গেলে, তাতে মধু মিশিয়ে নিন।

Advertisement


কখন খাবেন: এই পাচন ফ্রিজে রেখে দিতে পারেন। রোজ সকালে খালি পেটে ১ চামচ করে এই পাচন খেলে রোগ প্রতিরোধ শক্তি অনেকটাই বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement