শ্বাসের সমস্যার সমাধান করতে পারে কি কর্পূর? ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি বার্তা। একটা পুটলিতে জোয়ান, ইউক্যালেপটাস অয়েল, লবঙ্গ এবং কর্পূর বেঁধে সেটা দিনে অনেকবার করে শুঁকলে শরীরে অক্সিজেনের মাত্রা বেশি হয়। লাদাখে যাঁরা ট্রেকিং করতে যান, তাঁরা সঙ্গে এই রকম পুটলি রাখেন এবং ব্যবহার করেন।
এই বার্তা ছেয়ে গিয়েছে নেটমাধ্যমে। যাঁরা সোশ্যাল মিডিয়ার দ্বারা স্বীকৃত, তেমন মানুষও এই বার্তা পোস্ট করেছেন।
কিন্তু এই পদ্ধতি কতটা কার্যকরী? দেখা যাচ্ছে, লাদাখে মানুষ সত্যিই এমন কর্পূর দেওয়া পুটলি ব্যবহার করেন। পাহাড়ি অঞ্চলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। নাক বন্ধ হয়ে এলে সেটা খুলতে সাহায্য করে কর্পূর। তাই এই টোটকা। কিন্তু নাক খুলতে কাজে লাগলেও, শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে বলে কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি।
এমনিতে কর্পূরের গুণ অনেক। অনেক ওষুধেই কর্পূর একটি অন্যতম উপকরণ। তবে সাধারণত যে কোনও ওষুধে ১১% পর্যন্ত কর্পূর ব্যবহার করা হয়। তার বেশি হলে, সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। তাই সারা দিন ধরে কর্পূর ভরা পুটলি শোঁকা বিপজ্জনক হয়ে উঠতে পারে।