Bizzare Food

মুখরোচক চাটের সঙ্গে গুলাব জামুনের যুগলবন্দি! চেখে দেখবেন নাকি এক বার?

খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এ দেশে চলতেই থাকে। ভূরি ভূরি উদাহরণ আছে এর। দোলের আগে সেই তালিকায় যুক্ত হল আরও এক খাবার গুলাব জামুন চাট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ২০:২২
Share:

গুলাব জামুন চাট। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই গুলাব জামুন পিৎজ়া নিয়ে বিস্তর চর্চা হয়ে ছিল সমাজমাধ্যমে। পিৎজ়ার সঙ্গে গুলাব জামুনের এই যুগলবন্দি অনেকেই পছন্দ করেছিলেন। খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এ দেশে চলতেই থাকে। ভূরি ভূরি উদাহরণ আছে এর। দোলের আগে সেই তালিকায় যুক্ত হল আরও এক খাবার গুলাব জামুন চাট।

Advertisement

স্বাস্থ্যকর, মুখরোচক খাবারগুলির মধ্যে অন্যতম হল চাট। পাপড়ি, ধনেপাতা, নানা ধরনের সস্‌, ঝুরি ভাজা দিয়ে মনের মতো চাট তৈরি হয়। অনেকেই আবার নিজেদের মতো করে বানিয়ে নেন। চাট প্রেমীর সংখ্যাও কম নয়। তবে গুলাব জামুনের সঙ্গে চাটের এই যুগলবন্দি নতুন করে মন জিতেছে অনেকেরই। অনেকেই আবার এই খাবার চেখে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। গুলাব জামুন চাট তৈরির একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে এক প্লেট গুলাব জামুনের উপর প্রথমে দেওয়া হল টোম্যাটো সস্‌, ধনেপাতার চাটনি, ঝুরি ভাজা আর পাপড়ি। সবগুলি ভাল করে হালকা মিশিয়ে নিলেই তৈরি চাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement