Transgender

Transgender Community: আমি মেয়ে নই, ছেলে! চার বছরের খুদে নিজেই নতুন জন্মের কথা ঘোষণা করল

কানাডার চার্লি ডেঞ্জার লয়েড মেয়ে হিসাবেই জন্মগ্রহণ করে। কিন্তু ছোট থেকেই তার হাবেভাবে ছেলেদের মতো আচরণ প্রকাশ পায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:৫০
Share:

মেয়ে নয়, ছেলে আমি! ঘোষণা চার বছরের খুদের।

চার বছরের এক খুদের কীর্তিতে আপ্লুত নেটদুনিয়া। এই ছোট্ট বয়সেই সে ঘোষণা করেছে, সে একজন ছেলে! কানাডার চার্লি ডেঞ্জার লয়েড মেয়ে হিসাবেই জন্মগ্রহণ করে। কিন্তু ছোট থেকেই তার হাবেভাবে ছেলেদের মতো আচরণ প্রকাশ পায়। ঠাকুমাকে পাশে নিয়েই নিজের আসল পরিচয় প্রকাশ করতে পেরে আনন্দে আত্মহারা ছোট্ট চার্লি। এ যেন একদম মুক্তির আনন্দ! আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের করতালি যেন চার্লির আনন্দকে দ্বিগুণ করেছে। কানাডার রাস্তায়, নীল ধোয়া উড়িয়ে চার্লির এই আত্মপ্রকাশ নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Advertisement

চার্লির মা এলিনা ব্রুয়েল বলেন, ‘‘দু’বছর বয়স থেকেই চার্লি তার বাবার মতো হতে চাইত। নিজে থেকেই বলত, আমি তো ছেলে। চার্লির জন্মের আগে যে লিঙ্গপ্রকাশের পার্টি হয়েছিল, সে দিন গোলাপি ধোঁয়া ওড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু সেই যন্ত্রটি ঠিক মতো কাজ করেনি। তাই চার্লি নীল ধোঁয়া (ছেলে হওয়ার প্রতীক) উড়িয়ে নিজের লিঙ্গ আত্মপ্রকাশের দাবি জানায়।’’

প্রতীকী ছবি

এলিনা আরও বলেন, ‘‘ছোট থেকেই চার্লি আর পাঁচ জন মেয়ের চেয়ে আলাদা। সে ছেলেদের সঙ্গে খেলতে ভালবাসে। দোকানে গেলেই ছেলেদের পোশাক কিনতে চাইত সে। আমিও মেনে নিতাম। ভাবতাম ক্ষণিকের শখ বুঝি! তবে এক দিন সে তার মনের কথা আমাদের জানাল। ছেলেদের মতো চুল কাটার বায়না ধরল। সেদিন সালোঁ থেকে বেরিয়ে চার্লির যেন নবজন্ম হল। চার্লির এই ঘটনায় অনলাইনে আমাদের নানা কটূক্তি শুনতে হয়েছে। তবে অভিভাবক হিসাবে আমরা চার্লির সিদ্ধান্তকে সমর্থন করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement