কেবল তেলুগু ভক্তদের কাছেই নয়, সারা ভারতের সিনেমাপ্রেমী মানুষের কাছে রামচরণের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ছবি: সংগৃহীত
হায়দরাবাদের ধনী পরিবারগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁদের পরিবার। তবে পারিবারিক সম্পত্তি ছাড়াও এ কার জোরেই প্রায় ১,৩০০ কোটি টাকার মালিক দক্ষিণী অভিনেতা রামচরণ তেজা। গতকালই বড় পর্দয় মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘আরআরআর’। কেবল তেলুগু ভক্তদের কাছেই নয়, সারা ভারতের সিনেমাপ্রেমী মানুষের কাছে রামচরণের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ২০০৯ সালে বাবার পথ অনুসরণ করেই তেলুগু ছবিতে পা রেখেছিলেন চিরঞ্জীবী-পুত্র।
গাড়ির বিষয় দারুণ শৌখিন অভিনেতা। ২৭ মার্চ তাঁর ৩৭ তম জন্মদিনে এক বার গ্যারাজেই ঢুঁ মেরে দেখা যাক।
কোন কোন গাড়ি আছে সেখানে?
১) অডি আরএস৭ গাড়িটি অভিনেতার বেশ পছন্দের। বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে গাড়িটি উপহার হিসাবে পেয়েছিলেন রামচরণ। গাড়িটির মূল্য প্রায় দু’কোটি টাকা।
২) রোলস রয়েস ফ্যান্টম গাড়িটিও রামচরণের গ্যারাজের শোভা বাড়ায়। গাড়িটির মূল্য প্রায় ৩.৩৪ কোটি টাকা। শোনা যায়, এই গাড়িটি অভিনেতা তাঁর বাবাকে উপহার দিয়েছিলেন।
রামচরণ তেজা।
৩) গত বছর অভিনেতার গ্যারাজে আরও এক নতুন গাড়ির সংযোজন হয়েছে। তার নাম মার্সিডিজ মেব্যাক জিএলএস ৬০০। গাড়িরটির মূল্য প্রায় ৪ কোটি টাকা।
৪) এ ছাড়াও অডি মার্টিন ভি৮ ভ্যানটেজ, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এবং ফেরারি পোর্টোফিনোর মতো বিলাসবহুল গাড়ির সম্ভার রয়েছে অভিনেতার।
ছবির পর্দায় বহু বার ঘোড়ায় চড়তে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে জানেন কি পর্দায় বাইরেও ঘোড়ায় চড়ার শখ আছে রামচরণের? ছোটবেলা থেকেই ঘোড়ার প্রতি ভালবাসা তাঁর। অভিনেতার আস্তাবলে বাদশা এবং কাজল নামে দু’টি ঘোড়াও রয়েছে বলে জানিয়েছেন রামচরণ।