উপহার কেনার আগে সময় নিয়ে, বাজেট বুঝে পরিকল্পনা করে নেওয়া যেতেই পারে। ছবি- প্রতীকী
পুজোর সময়ে শুধু নিজের জন্য কেনাকাটা করলে তো হবে না। সাধ্য অনুযায়ী প্রিয়জনদের হাতেও উপহার তুলে দিতে ইচ্ছা করে। যদিও পুজোর সময়ে আত্মীয়, বন্ধু-বান্ধবদের মধ্যে জামাকাপড় আদানপ্রদান করাই রীতি। কিন্তু বছর দুয়েক পর পুজো আবার পুরনো মেজাজে ফিরেছে। ফলে এ বার কেনাকাটার তালিকাও বেশ লম্বা। কিন্তু পকেটের ক্ষমতা বলেও তো একটা ব্যাপার আছে। তাই সীমিত টাকার মধ্যেই ভেবেচিন্তে সকলের জন্য উপহার কিনতে হবে। আবার গড়ে সকলকে একই রকম উপহার দেবেন, তা-ও হবে না। তাই উপহার কেনার আগে সময় নিয়ে, বাজেট বুঝে পরিকল্পনা করে নেওয়া যেতেই পারে।
পছন্দ এবং পকেটের রেস্ত অনুযায়ী বন্ধুদের কী কী উপহার দেওয়া যেতে পারে, রইল তার হদিস।
১) বই
আপনার বন্ধুটি কি বই পড়তে ভালবাসেন? প্রত্যেক বছর পুজোর কয়েক মাস আগেই পুজাবার্ষিকী প্রকাশ হয়। এ ছাড়া, প্রেম, গোয়েন্দা, ভ্রমণ, কল্পবিজ্ঞান, আত্মজীবনীমূলক বই রয়েছে। পছন্দের লেখকের বিশেষ সংস্করণও থাকতে পারে আপনার উপহারের তালিকায়। পকেট ও বন্ধুর রুচি, দু’দিক বুঝে কিনলেই হল।
২) সুগন্ধী
সুগন্ধী যেখানেই ব্যবহার করুন, মন ভাল হবেই। পুরুষ-মহিলাদের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা সুগন্ধী অবশ্যই পাওয়া যায়। তবে কোনও ভেদাভেদ যদি রাখতে না চান, ঘরে রাখার সুগন্ধীও দিতে পারেন।
৩) আলো
আলো বললে প্রথমে দীপাবলির কথাই মাথায় আসে। কিন্তু আলো ছাড়া তো কোনও উৎসবই সম্পূর্ণ হয় না। আপনার বন্ধুটির জীবনও যাতে সব সময় আলোকিত হয়ে থাকে, এই শুভকামনা জানিয়ে পুজোয় তাঁকে দিতেই পারেন জলে ভাসানোর মতো সুগন্ধী মোমবাতি। কিনে নিতে পারেন ঘর সাজানোর বৈদ্যুতিক আলোও।
৪) কুশন কভার
যাঁরা ঘর সাজাতে ভালবাসেন, তাঁরা পুজোর সময়ে নিজের ওই চেনা পরিসরটিতেও নতুনত্বের ছোঁয়া দিতে চান। আপনার বন্ধুটিও কি সেই দলে পড়েন? তা হলে বন্ধুর বসার ঘরের সোফা বা ডিভানে থাকুক আপনার দেওয়া কুশন কভার।
৫) ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন
গোটা পৃথিবীটা ছোট হতে হতে এখন আর বোকাবাক্সও নয়, সকলের হাতের মুঠোয় বন্দি। আপনার বন্ধুটি কি সিনেমা পাগল? এই পুজোয় তবে বন্ধুকে ভাল একটি ওটিটি প্ল্যাটফর্মের গ্রাহক করে দিন। পুজোর ক’টা দিন ভিড়ে যদি বেরোতে ভাল না লাগে, তবে বাড়িটাই হয়ে উঠুক সিনেমা হল।