Cucumber

Cucumbers: সাজের আগে কিছু ক্ষণ শসা দিয়ে চোখ ঢেকে রাখেন? এতে কি সত্যিই উপকার হয়

অনেক ক্ষণ কম্পিউটারে কাজ করার পর চোখের ক্লান্তি দূর করার এ হল সবচেয়ে সহজ উপায়। চোখে যদি লাল ভাব দেখা দেয়, তাও শসার রসে কমে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৮
Share:

প্রতীকী ছবি।

অনেকেই কোনও বিশেষ সাজের আগে কিছু ক্ষণ চোখে শসা দিয়ে শুয়ে থাকেন। বলা হয় দশ মিনিট চোখ বন্ধ করে এ ভাবে বিশ্রাম নিলে ত্বকের যত্ন হবে। রূপও খুলবে। কিন্তু এর বৈজ্ঞানীক ব্যাখ্যা কী? সত্যিই কি কোনও উপকার হতে পারে এতে? কিছু ক্ষণ শসা কী এমন করতে পারে, এ প্রশ্ন অনেকের মনে আসে।

Advertisement

তবে চিকিৎসকরা জানাচ্ছেন, শসার রসের উপকার অনেক। কিছু ক্ষণ সেই রস ত্বকের লাগলেও তা থেকে চোখের চারপাশের ফোলা ভাব কমে। সারা দিনের ক্লান্তির ছাপ দূর হতে পারে কয়েক মিনিটেই।

প্রতীকী ছবি।

চোখের ভিতরে প্রদাহ সৃষ্টি হলেও তা কমতে পারে শসার রসে। ফলে অনেক ক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করার পর চোখের ক্লান্তি দূর করার এ হল সবচেয়ে সহজ উপায়। চোখে যদি লাল ভাব দেখা দেয়, তাও শসার রসে কমে যাবে। কিছু ক্ষণেই আগের মতো ঝকঝকে দেখাবে। কারণ শসার রস খুব কম সময়ে রক্ত চলাচল স্বাভাবিক করে দিতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement